ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় গ্রামবাসির স্বেচ্ছাশ্রমে ফণির প্রভাবে বিপন্ন বাঁধ মেরামত

মঠবাড়িয়ায় গ্রামবাসির স্বেচ্ছাশ্রমে ফণির প্রভাবে বিপন্ন বাঁধ মেরামত

 

দেবদাস মজুমদার >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ফণির প্রভাবে অতিজোয়ারের প্লাবনে বলেশ^র নদ তীরবর্তী ক্ষেতাছিড়া বেড়িবাধে ফাটল দেখা দেয়। এতে ওই বিপর্যস্ত বাধ দিয়ে হুহু করে জেলে পল্লীর বসতি ও কৃষি জমিতে প্লাবনের সৃষ্টি করে। আজ শনিবার বলেশ^র নদের অস্বাভাবিক জোয়ারে প্লাবনে বাধ সংশ্লিষ্ট তিনটি গ্রাম ক্ষেতাছিড়া, কচুবাড়িয়া ও পশ্চিম ক্ষেতাছিড়া গ্রামের কৃষিজমি ও জেলে পল্লীতে প্লাবন দেখা দেয়। বাধটির ১০০ ফুট এলাকা ব্যাপক ভাঙনের আশংকা দেখা দেওয়ায় সংশ্লিষ্ট জেলে পল্লীর বাসিন্দারা মিলে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে বিপন্ন বাধটি মেরামত করেন। আজ শনিবার দিনভর স্থানীয় ইউপি সদস্য মো. আফজাল হোসেনের নেতৃত্বে ভূক্তভোগি জেলেরা সম্মিলিতভাবে বিপন্ন বাধে মাটি ভরাট করে মেরামত করে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, শুক্রবার ঘূণিঝড় ফণির প্রভাবে অতিজোয়ারের প্লাবন ও ঝড়ে উপজেলার সাপলেজা ইউনিয়নের বলেশ^র নদ তীরের ক্ষেতাছিড়া,কচুবাড়িয়া গ্রামের কৃষিজমি ও বসতিজুড়ে প্লাবনের সৃষ্টি হয়। বলেশ^রের বেরিবাধের ক্ষেতাছিড়া পয়েন্টে ১০০ ফুট এলাকাজুড়ে ফাট দেখা দিলে বেড়িবাধ হুমকীর মুখে পড়ে। এছাড়া ঝড়ে জেলে তিন গ্রামের পল্লীর শতাধিক ঘর বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষেতাছিড়া জেলে পল্লীর জেলে মো. নাসির শরীফ বলেন, বলেশ^র নদের ক্ষেতাছিড়া মোহনার পয়েন্টে বেড়িবাধটি গত একবছর আগেও অস্বাভাবিক জোয়ারের চাপে ভেঙে যায়। এতে তিনগ্রামে পানির প্লাবন সৃষ্টি হলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। ওইসময় গ্রামবাসি মিলে স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেনর নেতৃত্ব সবাই মিলে বাঁধটি সংস্কার করা হয়। হঠাত করে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে গত তিনদিনের অস্বাভাবিক জোয়ারের চাপে আবার বাধটিতে ফাটল ধরে গ্রামে হুহু করে বলেশ^র নদের পানি প্রবেশ করে প্লাবনের সৃষ্টি করে। ফলে গ্রামবাসি মিলে আবার দ্বিতীয় দফায় বাধটি স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে সাময়িক মেতামত করা হয়। তবে বাধটি নদী লাগোয়া থেকে ভিতরে সরিয়ে কার্যকরভাবে
সরেজমিনে গিয়ে জানাগেছে, ২০০৭ সালের এই দিনের ভয়াল রাতে উপকূলীয় পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিডরে বলেশ^র নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের ক্ষেতাছিড়া বেড়িবাঁধ ধসে মঠবাড়িয়ায় বিপর্যয় নেমে আসে। ১৭১জন মানুষের প্রাণহাণীসহ প্রায় ২০ হাজারের অথিক মানুষ আহত হন। কয়েকহাজার ঘরবাড়ি বিধ্বস্তসহ গাছপালা উপড়ে মহাবিপর্যয় ঘটেছিল এ জনপদে। দুর্যোগ কবলিত মঠবাড়িয়া টানা টানা দুই বছরে দুর্গত অবস্থা কাটিয়ে উঠলেও সিডরের উৎসমুখ বশে^র নদীর ক্ষেতাছিড়া মোহনার বাঁধ আজও বিপন্ন দশা বিরাজ করছে।

সিডরের জ্বলোচ্ছাসের ক্ষত নিয়ে আজও বিধ্বস্ত বাধটি কোনমতে টিকে আছে বাঁধ। বাবুরহাট থেকে ক্ষেতাছিড়া হয়ে কচুবাড়িয়া পর্যন্ত নদী তীরের প্রায় চার কিলোমিটার বাঁধ এখনও যথাযথভাবে সংস্কার হয়নি। ক্ষেতাছিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে হাজিগঞ্জ বাজার পর্যন্ত এক কিলোমিটার বিপর্যস্ত সড়কটি আজও পাকা হয়নি। জেলে অধ্যুষিত এ গ্রামের মানুষের বাঁধ ধসের আতংক আজও কাটেনি। আজও জোয়ারের প্লাবনে ধসে যাওয়া বাঁধ উপচে হুহু করে গ্রামে পানি ঢোকে।
৯৬ নম্বর ক্ষেতাছিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশীদ মোল্লা বলেন, সিডরের পর ক্ষেতাছিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বিধবস্ত হলে সিডর পরবর্তী স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়। তবে ছোট ও অপরিসর এ সাইক্লোন শেল্টারে ২০০ মানুষের বেশী আশ্রয় নিতে পারেনা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, বিশ^ ব্যাংকের অর্থায়নে ৩০ কোটি টাকা ব্যায়ে ২০১৩ সালে বেরিবাধ ও ব্লক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। তমা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ বাস্তবায়ন করছে। ১৬ সালের জানুয়ারী মাসে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। আজও সে কাজ শেষ হয়নি।
ক্ষেতাছিড়া গ্রামের বর্তমান ইউপি সদস্য আফজাল হোসেন জানান, বাবুর হাট থেকে ক্ষেতাছিড়া বাঁধের সাড়ে তিন কিলোমিটারে বিধ্বস্ত বাঁধের বাইরে এখনও ৪৫০ জেলে পরিবারের বসতি । তাদের অনেকেরই বসতির জমি নেই। তিনি আরও বলেন, বর্তমানে বাঁধে মাটি ভরাট আর কিছু অংশে দায়সারা ব্লক নির্মাণ কাজ চলছে। তবে তা জ্বলোচ্ছাসের দুর্যোগ ঠেকাতে কোন কাজে আসবেনা ক্ষেতাছিড়ার দুর্গত মানুষদের।
এবার ঘূর্ণিঝড় ফণির প্রভাবে বলেশ^র নদে অস্বাভাবিক জোয়ারের প্লাবনে বড়মাছুয়া, ভোলমারা, খেজুরবাড়িয়া, ক্ষেতাছিড়া ও কচুবাড়িয়া এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার ডাল ফসল ২ ফুট পানিতে তলিয়ে বিনস্ট হয়েছে। বলেশ^র নদের ক্ষেতাছিড়া ও কচুবাড়িয়া পয়েন্টে বেরিবাধের নদের প্লাবনে হুমকীর মুখে রয়েছে। তিনি আরও বলেন বিপন্ন বাধটি দুই দফায় গ্রামবাসি মিলে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে মেরামত করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বলেন, বলেশ^র নদের ক্ষেতাছিড়া পয়েন্টে বাধের কিছু অংশ বেশ কিছদিন ধরে বিপন্ন। স্থানীয়রা মিলে স্বেচ্ছাশ্রমে সেখানে মাটি ভরাট করে মেরামতের উদ্যোগ নিয়েছে এটি একটি মহতী উদ্যোগ। বিষয়টি জানতে পেওে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাধটি কার্যকরভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...