ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় জালনোট প্রতিরোধ জনসচেনতামূলক কর্মশালা

মঠবাড়িয়ায় জালনোট প্রতিরোধ জনসচেনতামূলক কর্মশালা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় জালনোট প্রতিরোধে জনসতেনতা বৃদ্ধি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঠবাড়িয়া উপজেলা, পিরোজপুরে কর্মরত সকল তফসিলী ব্যাংকের সহযোগীতায় বাংলাদেশ ব্যাংক বরিশাল আয়োজিত এই জনসচেতনতা বৃদ্ধি মুলক কর্মশালা অনুষ্ঠিতি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদার।
সোনালী ব্যাংক পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার মো. শাহ আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশালের উপ-পরিচালক সজিব কুমার দাস, জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটিডে প্রিন্সিপাল অফিস বরিশাল শাখার আব্দুস ছালাম হাওলাদার প্রমুখ।
কর্মশালায় জাল নোট সনাক্ত করণের বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। মঠবাড়িয়া উপজেলার সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপক,ব্যবসায়ী, মৎস্য জীবি ও কৃষিজীবিরা এই কর্মশালায় অংশ নেন।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...