ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ায় দুই বিদ্যালয়ে সততা স্টোর চালু

ভান্ডারিয়ায় দুই বিদ্যালয়ে সততা স্টোর চালু

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়ার মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ নামে বিক্রেতা বিহীন দোকান চালু হয়েছে। ছাত্র জীবন থেকে সততার চর্চা করতে এবং একজন সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এ ব্যতিক্রমী দোকান চালু করা হয়।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগের পরিচালক মো. জুলফিকার আলী দুই বিদ্যালয়ে দোকান উদ্বোধন এবং দোকানের পণ্য সামগ্রী হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজিত পৃথক দু’টি আলোচনা সভায় বক্তব্য দেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান ও মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সারওয়ার জোমাদ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি শংকর দাস, মজিদা বেগম মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান, ভান্ডারিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান, বরিশাল দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিদর্শক কমল চক্রবর্তী,দুপ্রক এর সাধারণ সম্পাদক মো, শফিকুল ইসলাম মিলনপ্রমূখ।

সততা স্টোর উদ্বোধন শেষে দুটি বিদ্যালয়ের ১ হাজার ২শত ৬৯জন শিক্ষার্থীকে বিনামূল্যে খাতা এবং ৪০ জন শিক্ষার্থীকে জ্যামিতি বক্স বিতরণ করে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের সততা চর্চার লক্ষে ২০১৬ সাল থেকে দুদক সারা দেশের উল্লেখযোগ্য বিদ্যালয় গুলোতে বিক্রেতাহীন সততা স্টোর স্থাপন করে আসছে। ইতিপূর্বে ভান্ডারিয়া উপজেলায় আরও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হয়েছে। এর মধ্যে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও ধাওয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...