ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরের মঠবাড়িয়া বাদে ৬ উপজেলার ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি

পিরোজপুরের মঠবাড়িয়া বাদে ৬ উপজেলার ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি

পিরোজপুর প্রতিনিধি >>

আগামীকাল রোববার পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন মঠবাড়িয়া উপজেলার নির্বাচন স্থগিত করায় জেলার ৭ টি উপজেলার মধ্যে ৬টিতে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। এেিদক দুপুর থেকেই উপজেলাগুলো থেকে নির্বাচনী সরঞ্জামাদি সংগ্রহ করতে শুরু করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৬টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৪, ভাইস-চেয়ারম্যান পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। ৬টি উপজেলায় ৬ লক্ষ ৪০ হাজার ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
৬টি উপজেলার ২৯৭ টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৩টি কেন্দ্র ঝঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) বলে জানান রিটর্ণিং কর্মকর্তা। ভোট গ্রহনের জন্য ২৯৭ জন প্রিজাইডিং, ১ হাজার ৬৫৫ জন সহকারী প্রিজাইডিং এবং ৩ হাজার ৩১০ জন পোলিং অফিসার কর্মরত থাকবেন।
আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, আর্মড পুলিশ ও আনসারের পাশাপাশি প্রতি উপজেলায় র‌্যাবের ২টি টিম এবং ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করবেন । এছাড়া পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় অতিরিক্ত এক প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।
৬টি উপজেলার জন্য রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন পিরোজপুরেরর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।
নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায়, মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় পিরোজপুরের পুলিশ সুপার ও মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়ে

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...