ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার

মঠবাড়িয়ায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষ হতে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ ও মঠবাড়িয়া থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে আজ মঙ্গলবার রাতে আটটার দিকে উপজেলার বড় মাছুয়া ইউপি কার্যালয়ের তালাবদ্ধ স্টোর রুম থেকে অস্ত্রগুলো উদ্ধার করে। পুলিশ জানায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দাঙ্গা হাঙ্গামার জন্য এ অস্ত্র ও লাঠিসোটা মজুদ করা হয়েছিল।

থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল আজ রাত আটটার দিকে যৌথ অভিযান চালিয়ে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ ভবনের একটি স্টোর রুম থেকে ৭টি ধারালো বগি দাও, ১১ টি জি, আই পাইপ ও ২০০টি গাবের লাঠি উদ্ধার করে। ওই স্টোর রুমটি তালাবদ্ধ ছিল ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে দাঙ্গা হাঙ্গার জন্য অস্ত্র ও লাঠিসোটা মজুদ করা হয়েছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সকলকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...