ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় নৌকার প্রার্থীর ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় নৌকার প্রার্থীর ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকু ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ অন্তত ২০জন আহত হওয়ার ঘটনায় বিবদমান দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। আজ রোবাবর দুপুর ১২টায় উপজেলা আ.লীগের উদ্যোগে পৌর মেয়র ও উপজেলা আ.লীগ সভাপতির অফিস কক্ষে ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী(আনারস) রিয়াজ উদ্দিনের নির্বাচনী অফিস কার্যালয়ে দুপুর ২টায় পৃথক সংবদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের সংবাদ সম্মেলনে আ.লীগ সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌসের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (চশমা প্রতীক) সাকিল আহম্মেদ নওরোজ, জেলা পরিষদ সদস্য ইলিয়াস উদ্দিন হেলাল, মঠবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, আ.লীগ নেতা মো. লোকমান হোসেন খানসহ আ.লীগ নেতা কর্মী ও নৌকার সমর্থকরা উপস্থিত ছিলেন।

আ.লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস অভিযোগ করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে মঠবাড়িয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। এরপর সে এবারে উপজেলা নির্বাচনেও দলীয় মনোনয় না পেয়ে তার ভাই স্বতন্ত্র প্রার্থী(আনারস) রিয়াজ উদ্দিনকে দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে নির্বাচনে দাড় করান। তিনি নৌকার পরাজয় নিশ্চিত করতে তার বাহিনী নিয়ে মাঠে নেমে আ.লীগ নেতা কর্মী সমর্থকদেও ওপর হামলা ও নির্যাতন চালান। শনিবার রাতে তার নির্দেশে সমর্থকরা গুলিসাখালী বাজারে সন্ত্রাসী হামলা চালিয়ে নৌকার প্রার্থী হোসাইন মোশারফ সাকু ও ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে নৌকা সমর্থক ২০ নেতা কর্মী আহত হন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারিদেও অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন।

অপরদিকে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ দুপুর ২টার দিকে তার নির্বাচনী কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে পাল্টা অভিযোগ করেন। এসময় ভাইস চেয়ারম্যান প্রার্থী( টিয়া পাখি) মো. আরিফুর রহমান সিফাত ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী (কলস) এডভোকেট নাসরিন আক্তারসহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র রিয়াজ উদ্দিন অভিযোগ করেন,শনিবার রাত ১০ টার দিকে ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলমের নেতৃত্বে গুলিসাখালী বাজারে তার (আনারস প্রতীক) নির্বাচনী কার্যালয় ও ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করে এবং তার সমর্থক ইউপি সদস্য আলাউদ্দিনকে মারধর করে। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে নৌকা প্রার্থী ও সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়। তিনি আরও বলেন বলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমাদানের দিন থেকে এ পর্যন্ত নৌকার সমর্থকরা হামলা চালিয়ে ১২ মোটরসাইকেল ও ৩টি নির্বাচনী কার্যালয়ে হামলাসহ ২১জন কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়ে আহত করে। নির্বাচনে নৌকার পরাজয় নিশ্চিত জেনে তার কর্মী সমর্থকদের ওপর নির্যাতন ও হুমকী দেওয়া হচ্ছে।

উল্লেখ্য,শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুলিসাখালী বাজারে এ সহিংসতার ঘটনা ঘটে। এসময় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকু, হলতা গুলিসাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ ২০ কর্মী সমর্থক আহত হয়। এ ঘটনায় বিবদমান দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ হামলার ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭জনকে আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...