ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরের ৭টি উপজেলায় ৯১ জনের মনোনয়নপত্র জমা

পিরোজপুরের ৭টি উপজেলায় ৯১ জনের মনোনয়নপত্র জমা

পিরোজপুর প্রতিনিধি >>
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে পিরোজপুরের ৭ টি উপজেলায় ৩ টি পদের বিপরীতে মোট ৯১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ উপজেলার সহকারী রিটর্ণিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ২৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। তবে দলীয় মনোনয়ন না পাওয়ার পরও আওয়ামী লীগের অনেক নেতাই চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন , মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে৫ জন, ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ , মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে৬ জন এবং নাজিপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
আগামী ৬ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের পর ১৩ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...