ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে ইয়াবা ব্যবসায়ীর ১০ বছর কারাদন্ড

পিরোজপুরে ইয়াবা ব্যবসায়ীর ১০ বছর কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরে মনিরাজ দেবনাথ (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সাজা দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ সাজা দেন। মনিরাজ দেবনাথ পিরোজপুর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৭ মার্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি দল পিরোজপুর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় মনিরাজ দেবনাথের বাসায় অভিযান চালিয়ে ২০৫টি ইয়াবা উদ্ধার করে। এরপর তিনি মনিরাজকে আটক করেন। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন। ২০১৮ সালের ১৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মনিরাজ দেবনাথের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট ফজলুল হক।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...