ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া প্রেস ক্লাবে সেলিম মাতুব্বর এর মতবিনিময় সভা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ.লীগের মনোনয়ন প্রত্যাশা

মঠবাড়িয়া প্রেস ক্লাবে সেলিম মাতুব্বর এর মতবিনিময় সভা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ.লীগের মনোনয়ন প্রত্যাশা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজিজুল হক সেলিম মাতুববর। তিনি আজ সোমবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের এক মতবিনিময় কালে উপজেলা চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় মনোয়ন প্রত্যাশী বলে ঘোষণা দেন। এসময় তার সাথে দলীয় নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সী সাংবাদিক আবদুস সালাম আজাদী, মো. জিল্লুর রহমান মিজানুর রহমান মিজু, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মো. কামরুল আকন প্রমূখ।

মতবিনিময় সভায় আ.লীগ নেতা আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, মঠবাড়িয়া উপজেলাকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সন্ত্রাস,মাদক মুক্ত করে শিক্ষা উন্নয়নে কাজ করতে চাই।

আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে করে বলেন, মঠবাড়িয়াকে এগিয়ে নিতে উন্নত শিক্ষা ও কৃষিখাতকে গুরুত্ব দিয়ে মঠবাড়িয়ার গণমানুষের সেবা করতে চাই।
তিনি আরও বলেন, প্রয়াত বাবা মায়ের কবর জিয়ারত করে আমি সাংবাদিকদের সাথে মতবিনিময় করে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে দোয়া ও সমর্থনে গণসংযোগ শুরু করেছি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় আছি। আমি ১২বছর উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি ও ৫ বছর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছি। নেতাকর্মীদের দুঃসময়ে পাশে ছিলাম এখনো আছি। সেই সাথে মঠবাড়িয়া আপামর জনতার সুখে দু:খে পাশে আছি।
আমি আশাবাদি আমার দল আমার অতীত কর্মকাণ্ড সুবিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দিবেন। এজন্য আমি সকলের সহযোগিতা প্রার্থনা করছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...