ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজী বেসরকারী ভাবে নির্বাচিত

মঠবাড়িয়ায় মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজী বেসরকারী ভাবে নির্বাচিত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে ৮১টি ভোটে কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে মহাজোট প্রার্থী ডাঃ রুস্তম আলী ফরাজি (লাঙ্গল প্রতীক) ১লাখ ৩৫ হাজার ৩৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঐক্যফ্রন্ট প্রার্থী রুহুল আমিন দুলাল (ধানের শীষ প্রতীক) ৮ হাজার ৩০৫ ভোট পেয়েছেন।

এদিকে বিএনপি প্রার্থী রুহুল আমিন দুলাল ভোট গ্রহনে অনিয়ম ও ভয়ভীতি দেখিয়ে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে পুন: নির্বাচনের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য পিরোজপু-৩ একক আসনে এবার ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৫৮৬ জন। এরমধ্যে নারী ভোটার ৯৫ হাজার ২৮৮ জন ও পুরুষ ভোটার ৯৪ হাজার ২৯৮ জন। এ আসনের ৮১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...