ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - যেভাবে মঠবাড়িয়া বিজয় হয়

যেভাবে মঠবাড়িয়া বিজয় হয়

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদার পাকিস্তান সেনাবাহিনী,পুলিশ,শান্তি কমিটি এবং রাজাকার বাহিনী কর্তৃক নিহত শহীদগণের নাম নিম্নে বর্ণিত হলঃ
১।গণপতি হালদার(ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র),বকসির ঘটিচোরা।
২।অানোয়ারুল কাদির(ভি.পি.মঠবাড়িয়া সরকারি কলেজ),সাপলেজা।
৩।জিয়াউজ্জামান(খুলনা কমার্স কলেজের ছাত্র),মঠবাড়িয়া শহর।
৪।গোলাম মোস্তফা (কে.এম.লতিফ ইনষ্টিটিউশনের ১০ম শ্রেনীর ছাত্র),চিত্রা।
৫।অাব্দুল মালেক মুন্সী, পাতাকাটা।
৬।অমল কৃষ্ণ মন্ডল(বরিশাল বি.এম কলেজের ছাত্র),টিকিকাটা।
৭।বীরেন্দ্র নাথ মন্ডল,দেবত্র।
৮।শামসুল হক বেপারী(গোলাম মোস্তফা এর ভগ্নিপতি),বকুলতলা,শরণখোলা।
(৯ মে, ১৯৭১ সন্ধ্যায় হানাদার পাকিস্তান সেনা বাহিনী কর্তৃক নিহত)।
৯।নায়েক অাব্দুল মোতালেব শরীফ,ফুলঝুড়ি।
১০।হাবিলদার অাব্দুর রাজ্জাক বিশ্বাস,ফুলঝুড়ি।(১৪ মে পুলিশ বাহিনী কর্তৃক নিহত)
১১।মাখম লাল দাস(সার্কেল অফিসার, উন্নয়ন,) মঠবাড়িয়া।
১২।ললিত কুমার বল (সাবেক বঙ্গীয় অাইন পরিষদ সদস্য), শিয়ালকাঠি, ভান্ডারিয়া।
১৩।অাহম্মদ অালী,গুলিসাখালী।
১৪।অাবু মিয়া,পাঁচশতকুড়া। (১৫ মে সেনা বাহিনী কর্তৃক নিহত)।
১৫।নিশি কান্ত বাড়ই,নলী।১৬।ধীরেন্দ্র নাথ বাড়ই।১৭।জীতেন্দ্র নাথ বাড়ই ১৮।সুরেন্দ্র নাথ বাড়ই ১৯।উপেন্দ্র নাথ বাড়ই ২০।বিনোদ চন্দ্র বাড়ই ২১।ভূপাল চন্দ্র মিস্ত্রী ২২।নেপাল চন্দ্র মিস্ত্রী ২৩।বলরাম মিস্ত্রী ২৪।গণেশ চন্দ্র মিস্ত্রী ২৫।বসন্ত মিস্ত্রী ২৬। ঠাকুর চাঁদ মিস্ত্রী ২৭।সখানাথ খরাতী ২৮।ষষ্ঠী হালদার, চরকগাছিয়া।( ২২ মে শান্তি কমিটি কর্তৃক নিহত) ২৯।মধুসুদন হালদার, মঠবাড়িয়া।
৩০।বীরাংশু হালদার ৩১।সুধাংশু হালদার ৩২।সুধীর রজ্ঞন মিত্র,( বি.এস-সি,কে.এম.লতিফ ইনষ্টিটিউশনের শিক্ষক)৩৩।শৈলেন্দ্র নাথ মিত্র,(কে.এম.লতিফ ইনষ্টিটিউশনের ৮ম শ্রেনীর ছাত্র)৩৪।জীতেন্দ্র নাথ মিত্র,অাঙ্গুলকাটা।৩৫।মুকুন্দ বিহারী মিত্র ৩৬।ফণি ভূষণ মিত্র ৩৭।পরিমল মিত্র ৩৮।অধীর চন্দ্র মিত্র ৩৯। ঝন্টু মিত্র ৪০।সুরেন্দ্র নাথ মিত্র ৪১। অনিল চন্দ্র হাওলাদার, মঠবাড়িয়া। ৪২।অন্নদা চরণ হাওলাদার ৪৩।হরেন্দ্র নাথ মাঝি ৪৪।নগেন্দ্র নাথ কীর্ত্তুনিয়া ৪৫।হেমন্ত বালা ৪৬।জীতেন্দ্র নাথ মৃধা ৪৭।সীতা নাথ হাওলাদার ৪৮। বীরেন্দ্র নাথ হাওলাদার ৪৯।সত্যেন্দ্র নাথ রায় ৫০। নিহার রজ্ঞন ৫১।ক্ষীরোদ চন্দ্র মন্ডল ৫২।প্রিয় নাথ হালদার ৫৩।কিরণ চন্দ্র হাওলাদার ৫৪।জীতেন্দ্র নাথ মাঝি ৫৫।হীরেন্দ্র নাথ মাঝি (৬ অক্টোবর রাতে রাজাকার বাহিনী কর্তৃক নিহত)
(চলমান)।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...