ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে মন্দির ভাংচুর মামলায় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কারাগারে

পিরোজপুরে মন্দির ভাংচুর মামলায় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কারাগারে

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে কালী মন্দির ভাংচুরের মামলার ১নং আসামী সদর উপজেলার সিকদার মল্লিক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো: শহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার সে পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে অবকাশ কালীন জজ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান চেয়ারম্যান শহিদুল ইসলামের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন। পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মোঃ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের আইনজীবী ফাতেমা বেগম লাকি জানান, মামলায় আসামী হওয়ার পর শহীদুল ইসলাম ১৪ অক্টোবর হাইকোর্ট থেকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন পান। এরপর মামলার বাদী পক্ষ এ জামিন বাতিলের জন্য সুপ্রীম কোর্টে যান। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সহ একটি পুর্নাঙ্গ বেঞ্চ শহীদুল ইসলামকে পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন নেয়ার নির্দেশ দেন। বিচারকরা এ সময় জেলা জজ কে আইন বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
জানাযায় চলতি বছরের ৭ অক্টোবর রাতে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে একটি কালিমন্দির দুর্বৃত্তরা ভাংচুর করে। এ সময় এলাকাবাসী টেরপেয়ে প্রতিরোধ করতে এগিয়ে গেলে দুর্বৃত্তদের হামলায় গৌরাঙ্গ লাল মজুমদার (৬০), সুখ রঞ্জন মন্ডল (৪০) ও দিলীপ মৃধা (৩৮) আহত হন।
এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র মিস্ত্রী বাদি হয়ে সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলামকে প্রধান আসামী সহ ১১জন নামীয় ও আরো ৩০ থেকে ৩৫জন অজ্ঞাতনামাদের আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর অবশ্য ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। একটি কুচক্রী মহল তাকে ফাঁসানোর জন্য এ ধরনের অপকৌশলের পথ বেছে নিয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...