ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে ৩টি আসনে ৩জনের মনোনয়ন প্রত্যাহার

পিরোজপুরে ৩টি আসনে ৩জনের মনোনয়ন প্রত্যাহার

পিরোজপুর প্রতিনিধি >>
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পিরোজপুরের ৩টি আসনের ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। রবিবার জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে এই প্রত্যাহার পত্র দেন ।
প্রত্যাহারকৃতরা হলেন, পিরোজপুর-১ আসনের বর্তমান সাংসদ পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ কেএম এ আউয়াল, পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ আনোয়ার হোসেন, পিরোজপুর-৩ আসনের ওয়ার্কার্স পার্টির মোঃ ফিরোজ আলম ।

যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলো,পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের শ ম রেজাউল করিম (নৌকা), জামায়াতে ইসলামীর শামিম সাঈদী (ধানের শীষ), বিএনপির ব্যারিস্টার সরোয়ার হোসেন,জাতীয়পার্টি (এরশাদ) নজরুল ইসলাম, সিপিবির ডা. তপন বসু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাসুম বিল্লাহ ও এনপিপি এর মেহেদী হাসান রণি।

পিরোজপুর -২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) আসনে মহাজোটের হয়ে জাতীয় পার্টি (মঞ্জু) বর্তমান পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (সাইকেল), ঐক্যফ্রন্টের লেবারপার্টির মো. মোস্তাফিজুর রহমান ইরান (ধানেরশীষ),ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবুল কালাম আজাদ, সিপিবির মো. আব্দুল হামিদ ও বিএনএফ এর রেজাউল করিম গাজী।

পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোটের জাতীয় পার্টি (এরশাদ) বর্তমান সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী (লাঙ্গল), বিএনপির রুহুল আমীন দুলাল (ধানেরশীষ), স্বতন্ত্র জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুর রহমান (বিদ্রোহী), বিএনপি কর্ণেল (অব:) শাহাজাহান মিলন, সিপিবির এ্যাড. দিলিপ কুমার পাইক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মোঃ সগীর হোসেন, স্বতন্ত্র মোহাম্মদ আবদুল লতীফ সিরাজি, স্বতন্ত্র মোঃ রিয়াজ উদ্দিন ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...