ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুর-৩ মঠবাড়িয়া◾ সেই সুধীর এর ভোটযুদ্ধ

পিরোজপুর-৩ মঠবাড়িয়া◾ সেই সুধীর এর ভোটযুদ্ধ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৬ষ্ঠ বারের মতো মনোনয়ন পত্র জমা দিলেন নির্বাচন পাগল সুধীর বিশ্বাস। ৫টি নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়া তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের সুধীর রঞ্জন বিশ্বাস (৬০) গত বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের কাছে এ মনোনয়ন পত্র জমা দেয়ার পর থেকেই তাকে নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে। কখনো নিজের ভোটটি ছাড়া প্রস্তাবকারী ও সমর্থনকারীদের ভোট পায়নি সুধীর বিশ্বাস।

সুধীর রঞ্জন বিশ্বাস জানান, তার স্ত্রী অঞ্জলী রানী বিশ্বাস ইউপি সদস পদে নির্বাচনে হেরে মারা যান। ৩০ বছর আগে স্ত্রীর মারা যাবার পর থেকেই তার আত্মার সন্তুষ্টির জন্যই নির্বাচন করে আসছেন। নিজেকে তিনি একজন গ্রাম্য চিকিৎসক দাবী করে বলেন, রোগীদের চিকিৎসা পত্র দিয়ে জমিয়ে রাখা ৭ হাজার টাকা ও বাড়ীর দুটি রেন্ট্রি গাছ বিক্রির ২৩ হাজার টাকা মোট ৩০ হাজার টাকা দিয়ে এবছর মনোনয়ন পত্র জমা দিয়েছি।

তিনি বলেন, এবার আমি ইলিশ মাছ প্রতীক বরাদ্দ চেয়েছি। এলাকায় একজন পল্লী চিকিৎসক হিসেবে মানুষের সেবা করে আসছি। প্যরালাইসিস, স্ট্রোক আর বাতের মতো জটিল চিকিৎসায় তিনি বহু মানুষকে সুস্থ করেছি। আর এ চিকিৎসা আমি মানুষের সেবক হিসেবে বিনামূল্যে করছি। আমি কারও ওপর নির্ভরশীল হয়ে বাঁচতে চাইনা। আমার প্রয়াত স্ত্রী অঞ্জলি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল। তাঁর স্মৃতি রক্ষায় মৃত্যু অবধি আমি এমপি নির্বাচন করে যেতে চাই।

এ বিষয়ে স্থানীয় দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক খান বলেন, সুধীর রঞ্জন আমার ই্উনিয়নের বাসিন্দা। ভোটে দাড়ানোর অধিকার তাঁর আছে। এই বৃদ্ধ আসলে স্বাভাবিক মানুষ নন। এলাকায় তিনি নির্বাচন পাগল বলে পরিচিত প্রতিবার সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়ে আলোচন সৃষ্টি করেন । নির্বাচনের মাঠে সুধীর রঞ্জন আসলে একজন বিনোদন প্রার্থী ।

উল্লেখ্য পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে এবার স্বতন্ত্র সুধীর রঞ্জনসহ ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...