ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে নৌকার মনোনয়ন বঞ্চিত উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আশরাফুর রহমানের পদত্যাগ

পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে নৌকার মনোনয়ন বঞ্চিত উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আশরাফুর রহমানের পদত্যাগ

দেবদাস মজুমদার >>

পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে ক্ষমতাসীন দল বা মহাজোট থেকে নৌকা প্রতীকের মনোয়ন চেয়ে না পেয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অব্যহতি চেয়ে পদত্যাগ পত্র দাখিল করেছেন আ.লীগ নেতা মো. আশরাফুর রহমান। উপজেলা চেয়ারম্যান আজ সোমবার বিকালে তাঁর নেতা সমর্থকদের সাথে নিয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন আশরাফুর রহমান ও পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সাংবাদিকদেও নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আ’লীগের দলীয় মনোনায়ন না পেয়ে উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ সদস্য আশরাফুর রহমান বিদ্রাহী প্রার্থী হচ্ছেন। আজ সোমবার সকালে স্বতন্ত্র এ প্রার্থী হিসেবে রির্টানিং অফিসার ও উপজেলা নির্বার্হী কর্মকর্তা জি.এম. সরফরাজ এর কাছ থেকে আশরাফুর রহমানের পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন এর নেতৃত্বে এক দল মু্িক্তযোদ্ধারা মনোনায়ন পত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, আ’লীগ সহ-সভাপতি মোস্তফা শাহ্ আলম দুলাল, এমাদুল হক খান, আরিফ-উল-হক, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সাবেক কাউন্সিলর মোতালেব মধু, উপজেলা আ’লীগ সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ।

জানাগেছে, একক এ আসনে মহাজোটে জাতীয় পার্টির(এরশাদ) ডা. রুস্তুম আলী ফরাজী জোট প্্রার্থী হিসেবেশতভাগ চুড়ান্ত করা। এতে স্থানীয় আওয়ামী লীগের একাংশের গুরুত্বপূর্ণ নেতারাসহ তৃনমূলের বড় একটি অংশ বিক্ষুব্দ হয়ে উঠেছেন। তাঁরা দলীয় প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ছত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানকে চান এমন দাবিতে বেশ কিছুদিন ধরে মাঠে সোচ্চার। এ নিয়ে তৃনমুল নেতাকর্মীদের মাঝে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় তুলছেন। এমনকি এ আসনে আ.লীগের প্রার্থীর মনোনয়ন না দিলে জোটের প্রার্থী নয় এ আসনটিতে আ.লীগের এক অংশ বিদ্রোহী প্রার্থী নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামবে বলে সামাজিক সাইটে নানা আলোচনা অব্যহত রয়েছে।

স্থানীয় আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলে গত নির্বাচনে নৌকার ভরাডুবি হয় । আজও আ.লীগের ভেতর কোন্দলের অবসান হয়নি। এবার এ আসনে নৌকার মনোয়ন আশা করেছিলেন দলীয় নেতা কর্মীরা। এমন অবস্থার ভেতরে স্বতন্ত্র এমপি ডা. রুস্তুম আলী ফরাজি জাতীয় পার্টি(এরশাদ) থেকে এবার মহাজোটের প্রার্থী চূড়ান্ত হলে উপজেলা চেয়ারম্যান আশরফুরের অনুসারী নেতা কর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এ দিকে এ আসনের বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ ১৩জন নৌকার মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।

নৌকার মনোনয়ন বঞ্চিত উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান পদত্যাগের বিষয়টি নিশ্চিত কওে সাংবাদিকদে বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হব তাই নিয়ম অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদ থেকে সড়ে দাড়িয়েছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...