ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরের তিনটি আসনে মহাজোটের মনোনয়ন পেলেন যারা◾ বিএনপির প্রার্থী জানা যাবে আগামীকাল

পিরোজপুরের তিনটি আসনে মহাজোটের মনোনয়ন পেলেন যারা◾ বিএনপির প্রার্থী জানা যাবে আগামীকাল

খালিদ আবু,পিরোজপুর :
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে মহাজোটের মনোনয়ন চূড়ান্ত করেছে জোট। এর মধ্যে পিরোজপুর-১ আসনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়নের চিঠি পেলেন শ.ম. রেজাউল করিম। এছাড়া পিরোজপুর-২ আসনে বরাবরের মতো হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টি(মঞ্জু) আনোয়ার হোসেন মঞ্জু(বাইসাইকেল) ও পিরোজপুর-৩(মঠবাড়িয়া) আসনে জাতীয় পার্টি(এরশাদ) নেতা ডা. রুস্তুম আলী ফরাজি(লাঙ্গল) জোটের মনোয়ন পেয়েছেন।
মহাজোটের এ মনোয়নের খবর ইতিমধ্যে সংশ্লিষ্ট আসন গুলোতে প্রার্থীর কর্মী সমর্থকদেও মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। প্রার্থীরা এলাকায় গণসংযোগও শুরু কওে দিয়েছেন।
এদিকে আজ রোববার সকালে শ.ম. রেজাউল করিম পিরোজপুর-১ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার পরপরই স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়। মনোনয়নের খবরের পরপরই পিরোজপুর জেলা আইনজীবী সমিতিতে বিতরণ করা হয় মিষ্টি। এছাড়া পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরুপকাঠী উপজেলা সহ নির্বাচনী বিভিন্ন এলাকায় স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ ও শুকরিয়া আদায় করেছে ।
পিরোজপুর জেলা আওয়ামীলীগের একাধিক নেতা জানান, আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত। নির্বাচনে তিনি যাকে নৌকা মার্কা দিয়েছেন আমরা সেই প্রার্থীকে বিজয়ী করেতে জেলা আওয়ামীলীগ এক সাথে কাজ করে যাবো। কারণ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনাকে আবারো পিরোজপুর-১ আসনে আওয়ামীলীগ কে জয়ী করে উপহার দিতে চায়।

অপর দিকে এ আসনে ঐক্যফ্রন্ট বিএনপি মনোনিত প্রার্থী এখনও চূড়ান্ত ঘোষণা না আসায় নিয়ে আছে অনেক গুঞ্জন। দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা রয়েছে কেন্দ্রে তদবিরে, আর স্থানীয় কর্মীরা আছে কেন্দ্রের দিকে তাকিয়ে। পিরোজপুর-১ আসনের বিএনপি দলীয় মনোনয়নের জন্য স্থানীয় নেতা-কর্মীরা চেয়ে আছে কেন্দ্রের দিকে। গুঞ্জন শোনা যাচ্ছে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে এ আসনে মনোনয়ন দেবে বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্ট। আবার কেউ কেউ যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীপুত্র শামীম বিন সাঈদীর মনোনয়ন পাওয়ার কথাও বলছেন। পিরোজপুর-৩(মঠবাড়িয়া) আসনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালের নাম শোনা যাচ্ছে। দলীয় সূত্র বলছেন, আগামীকাল সোমবারের ভিতরেই বিএনপি দলীয় মনোনীত প্রার্থীর নাম নিশ্চিত হওয়া যেতে পার্।ে
তবে ইতিমধ্যে নির্বাচনী এলাকায় ভোটের হাওয়া বইতে শুরু করেছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...