ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - “অতি অাত্মবিশ্বাসে অাত্মহনন”

“অতি অাত্মবিশ্বাসে অাত্মহনন”

অতিঅাত্মবিশ্বাসের ফল সুমিষ্ট হয় না। ‘৯১ সালে অাওয়ামী লীগকে ডুবেয়েছিল অতি অাত্মবিশ্বাস । ফখরুদ্দিন, মঈনুদ্দিনের ওপর অতিসঅাত্মবিশ্বাসী ছিলো বিএনপি-জোট। ফলাফল সবার জানা। প্রেসিডেন্ট এরশাদ অতি বিশ্বাস করে ক্ষমতা ছেড়ে ছিলেন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নিকট। তিঁনি ক্ষমতা হস্তান্তরের পরেই গ্রেফতার হবেন, কেউ কী ভেবে ছিলেন? না। অনেকের বডি ল্যাংগুয়েজ দেখে মনে হচ্ছে, জাতীয় নির্বাচনটাও মামুলি ব্যাপার। নৌকা ক্ষমতায় অাছে- যা থাকবে অনির্দিষ্টকাল। এমন ভাবনা নৌকা ডুবির কারণ হতে পারে। ঐক্যফ্রন্ট-কে বিএনপি ভাবলে ভুল হবে। ১০ বছর যারা অসুবিধায় অাছেন, অারো ৫ বছর বিপদে থাকতে চাইবেন না। তারা মরণকামড় দিবেন – সরল সমীকরণ। যারা বেশি খেয়েছে তাদেরকে অলসতায় ধরা স্বাভাবিক।

২০১৮ নির্বাচন ইতিহাসের কঠিন প্রতিদ্বন্দ্বিতার অাভাস দিচ্ছে। অায়েশ করবেন, মজা মারবেন, গ্রুপিং করবেন অার এভাবেই নৌকা জিতে যাবে -অাপনি বোকার রাজ্যে বাস করেন! উন্নয়ন ও সমৃদ্ধি ধরে রাখতে সুদৃঢ় ঐক্য ও কঠিন পরিশ্রম দরকার নৌকায়। নৌকায় স্বাধীনতা, নৌকায় উন্নয়ন, নৌকাই এনে দিবে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ।

> মোস্তাফিজ বাদল, লেখক ও সামাজিক উদ্যোক্তা

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...