ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আজ সোমবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।

শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মিয়া মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সমাবেশ্যে বক্তব্য দেন, যুদ্ধকালীন সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টর কমান্ডের ইয়াং অফিসার মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান,পৌর আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন,মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, আওয়ামীলীগ নেতা ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাইনুল আহসান প্রমুখ।

বক্তারা বলেন, কোটা সংস্কারের দাবি মুক্তিযোদ্ধাদের প্রতি এক ধরনের অবমাননা। স্বাধীনতার মর্মস্পর্শী আত্মত্যাগের সাথে কোটার নিবিড় সম্পর্ক রয়েছে। রাষ্ট্র এবং সরকারকে অস্থিতিশীল করতে জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধীরা কোটা প্রথা বাতিলের জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে। বক্তারা অবিলম্বে কোটা বহালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

ONY DSC

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নেতারা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...