ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে প্রাথমিক শিক্ষার মান উন্ননের জন্য করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের মধ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা কিরন চন্দ্র রায়, ইউনুচ মিয়া, মনিরুজ্জামান, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, রমা রানী বালা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক এইচ.এম আকরামুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সাংবাদিক মিজানুর রহমান মিজু, রোকনুজ্জামান শরীফ, রফিকুজ্জামান আবির, নিজামুল কবির মিরাজ, আব্দুল হালিম দুলাল, মেহেদী হাসান শাহাদাৎ হোসেন প্রমুখ।
সভায় মঠবাড়িয়ার মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষায় নানা সংকট ও সমস্যা তুলে ধরে তা উত্তরণে নানা সুপারিশ গ্রহণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...