ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ন্যাশনাল সার্ভিস জাতীয়করণের দাবিতে কাউখালীতে বেকার যুবক ও যুব নারীদের মানববন্ধন

ন্যাশনাল সার্ভিস জাতীয়করণের দাবিতে কাউখালীতে বেকার যুবক ও যুব নারীদের মানববন্ধন

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালীতে সরকারের ন্যাশনাল সার্ভিস প্রকল্প জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বেকার যুবক ও যুব নারীসহ সচেতন এলাকাসি অংশ নেন।

শেষে ন্যাশনাল সার্ভিস কর্মী মাহফুজা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ খসরু, ছাত্রলীগ সভাপতি মৃদুল আহম্মেদ সুমন, প্রেস ক্লাবের সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু, ন্যাশনাল সার্ভিস কর্মী বংশী বদন সাহা, অনুপ বসু, আশীষ মূখার্জী, নয়ন তালুকদার, দিপক দাস প্রমূখ।

সমাবেশে বক্তারা ন্যাশনাল সার্ভিস জাতয়ীকরণের দাবি জানিয়ে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ন্যাশনাল সার্ভিস প্রকল্পে সারাদেশে কয়েক হাজার বেকার যুব ও যুব মহিলা তিন মাস প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদী সরকারের বিভিন্ন দপ্তরে খ-কালিন চাকুরীর সুযোগ মিলেছে। তবে দুই বছর পর এসব যুব সম্প্রদায় প্রকল্প থেকে ঝড়ে পড়ে আবার চরম বেকারত্বের শিকার হন। তাই ন্যাশনাল সার্ভিসভূক্ত অসহায় এ বেকারদের চাকুরি জাতীয় করণ মানবিক কারনেই জরুরী।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...