ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার দক্ষিণ গুলিসাখালী গ্রামের কাঁচা রাস্তা পাকা করণের দাবি

মঠবাড়িয়ার দক্ষিণ গুলিসাখালী গ্রামের কাঁচা রাস্তা পাকা করণের দাবি

বরাবর,

পিরোজপুর জেলা প্রশাসক মহোদয়

পিরোজপুর ।

 

বিষয় : মঠবাড়িয়ার গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ গুলিসাখালী গ্রামের কাঁচা রাস্তা পাকা করণের আবেদন

 

জনাব,

সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুলিসাখালী গ্রামের বাসিন্দা। মঠবাড়িয়া-পাথারঘাটা মহাসড়কের পাশ দিয়ে দক্ষিণ গুলিসাখালী গ্রামের দক্ষিণ গুলিশাখালী মমিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এর সামনে দিয়ে পূর্ব দিকের ইউসুফ মাহমুদ ফরাজীর পাকা রাস্তাটি লতিফ ফরাজি পর্যন্ত গিয়ে শেষ হয়। উল্লেখিত রাস্তার খাঁ বাড়ির মাদ্রাসা হয় পুরাতন ফরাজি বাড়ি হয়ে বটতলা বাদল হাওলাদার বাড়ি এবং তার পূর্ব পাশের খাঁ বাড়ি থেকে আব্দুর রশীদ ফরাজি বাড়ি হয় টিয়ারখালী সংযোগ সড়ক পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা কাঁচা। ফলে যুগযুগ ধরে দক্ষিণ গুলিসাখালী গ্রামের জনসাধারণ অবর্ণনীয় কষ্টে চলাচল করতে হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে এ কাঁচা সড়কে হাটু সমান জলে কাদায় পরিপূর্ণ থাকে। এ রাস্তার দুই মাথা দিয়ে ১০০ ভাগের ১০ ভাগ পাকা/ইট ছলিং হয়েছে বিগত ১০ বছরে। তবে প্রতিবারের নির্বাচনের পূর্বে প্রার্থীরা সড়কটি পাকা করনে প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এমনকি গত ১০ বছরে স্থানীয় দুইজন সংসদ সদস্য প্রতিশ্রুতি দিলেও সড়কটি কাঁচা পড়ে রয়েছে। অথচ ঘনবসতি পূর্ণ এ গ্রামের একটি মাদ্রাসা,বাজারসহ ইউনিয়ন বাজার ও মঠবাড়িয়া সদরে আসতে যেতে গ্রামবাসিকে এখনও এ কাঁচা রাস্তাটুকু দিয়ে চলাচল করতে হয়। গ্রামবাসি,শিক্ষার্থী,শিক্ষক ও চাকুরিজীবিদের প্রাত্যহিক চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া রাস্তাটি কর্দমাক্ত ও বেহাল হওয়ার কারনে এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য পরিবহনে চরম কষ্ট ভোগ করে আসছেন।

এমতাবস্থায় আপনার কাছে অবহেলিত দক্ষিণ গুলিসাখালী গ্রামবাসির আকুল আবেদন বেহাল কাঁচা রাস্তাটুকু সরেজমিনে পরিদর্শন করে গ্রামের রাস্তাটুকু পাকা করণে আপনার সদয় দৃষ্টি কামনা করছি।

 

সড়কটির আইডি নম্বর-579584014 : South Gulishakhali GPS

RHD Road , Badol house RHD Road via South

Gulishakhali Madrasha.

বিনীত নিবেদক,

দক্ষিণ গুলিসাখালী গ্রামবাসির পক্ষে-

এম.ডি জুয়েল মাহমুদ

দক্ষিণ গুলিসাখালী

মঠবাড়িয়া,পিরোজপুর।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...