ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত ২০০ শিশু শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ

মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত ২০০ শিশু শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন ভিত্তিক সামাজিক “সংগঠন ছোট্ট মনুদের জন্য ভালবাসা” এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ।
পরে শ্রমজীবি শিশুদের নৈশ বিদ্যালয়সহ পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলোর ২০০ শিশু শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।

মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মো. হাসান মোস্তফা স্বপন, অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিৎ কুমার শীল, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, প্রভাষক জুলহাস শাহীন, উদ্যোক্তা সংগঠনের মহাসচিব রাহাত রেজা, উপজেলা শাখার সভাপতি শিবাজী মজুমদার শিবু, সহসভাপতি রাজিব কুমার সাহা প্রমুখ।

উল্লেখ্য উদ্যোক্তা শিশু সামাজিক সংগঠনটি উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর শহরের মোট ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিশু শিক্ষার্থীর মাঝে এ স্কুলব্যাগ বিতরণ করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...