ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় বিএনপির কাউন্সিল ছাড়া কমিটি গঠনের খবরে তৃণমূলে ক্ষোভ

মঠবাড়িয়ায় বিএনপির কাউন্সিল ছাড়া কমিটি গঠনের খবরে তৃণমূলে ক্ষোভ

বিশেষ প্রতিনিধি 🔹

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে দ্বিধা বিভক্ত থাকা অবস্থায় অবশেষে কাউন্সিল ছাড়াই গঠিত হচ্ছে কমিটি। এমন অবস্থায় কাউন্সিল করার পরিবেশ নেই এমন অজুহাতে উপজেলা বিএনপির কমিটি গঠন করে চলতি সপ্তাহের মধ্যে ঘোশণাণা দেওয়া হবে বলে বিএনপির একটি সূত্রে জানাহেছে। অপরদিকে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ না মিটিয়ে কাউন্সিল ছাড়া কমিটি গঠন করা হলে তৃণমূল নেতা কর্মীরা প্রত্যাখ্যান করবে বলে হতাশ নেতা কর্মীরা দাবি করেছেন। কাউন্সিল ছাড়া মঠবাড়িয়া উপজেলা বিএনপির কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে দলের তৃণমূলের ত্যাগী নেতা কর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রয়ার সৃষ্টি করেছে।

এদিকে বিএনপির দলীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলা দুই পক্ষের অভ্যন্তররীণ বিএনপির অভ্যন্তরীণ দীর্ঘদিন চেষ্টা করেও সমন্বয় করতে না পেরে জেলা কমিটি লিখিত ভাবে অপারগতা জানিয়ে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিনের ওপর কমিটি গঠনের ক্ষমতা হস্তান্তর করেছেন। এমন অবস্থায় আগামী এক সপ্তাহের মধ্যে জেলা কমিটির সাথে সমন্বয় করে তিনি এ কমিটি ঘোষণা করবেন বলে একটি সূত্র নিশ্চত করেছেন।

উল্লেখ্য , মঠবাড়িয়া উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। বিবদমান দুই পক্ষের দলীয় অফিসও যেম আলাদা তেমনি কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি দুই পক্ষে পৃথকভাবে পালন করে আসছেন। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা হতাশ হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েন। অনেকে মামলা হামলার শিকার হয়ে নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে থাকলেও বিএনপির ভেতর বিভিক্তি থাকায় নানা ভাবে নেতা কর্মীরা দলীয় সুফল পাচ্ছেন না। দলের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে কেন্দ্রীয়ভাবেও চেষ্টা কওে সমাধান মেলেনি। ফলে সাধারণ নেতা কর্মীরা দলের প্রতি ক্ষুব্দ ও হতাশ। এমন অবস্থায় বিরোধ না মিটিয়ে কাউন্সিল ছাড়া কমিটি গঠনকে নতুন করে দলে আরও বিভক্তি ডেকে আনতে পারে এমন আশংকা দলের ত্যাগী নেতা কর্মীদের।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সি ও সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালসহ বিরাট একটি অংশ এক পক্ষ। অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) শাহজাহান মিলন ও পৌর বিএনপির সভাপতি কে.এম হুমায়ুন কবীর। বিবাদমান এ দুই পক্ষের বড় একটি অংশ দলের বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালের নেতৃত্বে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি করে আসছিল। কিন্তু রহস্যের বেড়াজালে আটকে বছরের পর বছর ধরে তৃণমূল নেতাদের কাউন্সিল করার দাবি আমলে না নিয়ে জেলা ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রহস্যজনক ভাবে কমিটি গঠন কার্যক্রম বন্ধ করে রাখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃনমূল কযেকজন নেতা দাবি করেছেন, সুবিধাবাদীদের নিয়ে মঠবাড়িয়া উপজেলা বিএনপির কমিটি গঠনের চেষ্টা চলছে। এই জন্য কাউন্সিল না করার জন্য গড়িমসি করা হচ্ছে। কাউন্সিল ছাড়াই কমিটি গঠনের গুঞ্জনে মঠবাড়িয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। যা নিয়ে স্থানীয় বিএনপি নতুন করে আরও বিরোধে জড়িয়ে পড়বে। এতে দল ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে বিএনপির এক পক্ষের নেতা পৌর বিএনপির সভাপতি কে.এম হুমায়ূন কবীর কাউন্সিলে কমিটি গঠনের পরিবেশ নাই দাবি করে বলেন, জেলা ও কেন্দ্র সমন্বয় করে কাউন্সিল ছাড়া কমিটি গঠনের এখতিয়ার আছে। তবে যেভাবেই হোক দলীয় কমিটি হলে শতভাগ সমর্থন মেলেনা।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল জানান, চেয়ারপার্সন খালেদা জিয়া যুগ্ম মহাসচিব মো. শাহজাহান মিয়াকে কাউন্সিল করার নির্দেশ দিয়েিেছলেন। জেলা বিএনপি কাউন্সিলে তাদের পছন্দের লোক স্থান না পাওয়ার আশংকায় কাউন্সিল দিতে তালবাহানা করছেন। তবে ম্যাডাম জিয়ার নির্দেশ উপেক্ষা করে কমিটি ঘোষণা হলে আমিসহ তৃণমূলের নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করব।

পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন, কাউন্সিল করার পরিবেশ না থাকায় সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিন চেষ্টা করেও কমিটি গঠন করা সম্ভব হয়নি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছে লিখিতভাবে কমিটি গঠনের জন্য চিটি পাঠানো হয়েছে। হয়তবা চলতি সপ্তাহের মধ্যে কমিটির ব্যাপাওে কেন্দ্রের সিদ্ধান্ত আসবে।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমার কমিটি ঘোষণা করার কথা না। করবে সংশ্লিষ্ট জেলা কমিটি। তিনি আরও বলেন, মঠবাড়িয়ায় কাউন্সিল করার পরিবেশ না থাকায় কেন্দ্র সিদ্ধান্ত অনযায়ী আমি মঠবাড়িয়া সফর করে তৃণমূলের ত্যাগী নেতা কর্মীদের মতামত গ্রহণ করেছি। কাউন্সিল ছাড়া কমিটি গঠনের কেন্দ্রের পুরানো সিদ্ধান্ত বহাল রয়েছে। কেননা কেন্দ্র নতুন করে কোন সিদ্ধান্ত দেয়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...