ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বরগুনায় চাকরি মেলা

বরগুনায় চাকরি মেলা

বরগুনা প্রতিনিধি 🔹

বেকারত্ব লাঘবে বরগুনায় দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় বরগুনার বঙ্গবন্ধু কমপ্লেক্সে এই মেলার শুভ উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিচুর রহমান। দাতা সংস্থা অক্সফার্মের সহযোগিতায় উপকূলীয় উন্নয়ন সংগঠন জাগো নারীর রিকল-২০২১ প্রকল্পের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার। এ সময় অন্যান্যর মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনা মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান, জাগো নারীর কমিউনিকেশন ডিরেক্টর ডিউক ইবনে আমিন।

দিনব্যাপী আয়োজিত এই মেলায় ১১টি স্টল নিয়ে স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংগঠন অংশ নেয়। এ সময় তারা শতাধিক পদের জন্য পাঁচ শতাধিক তরুণের জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করেন। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্র চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন চাকরি প্রদানকারী সংস্থাসমূহের নিয়ম-নীতি চাকরি প্রত্যাশীদের মাঝে তুলে ধরা হয়।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানসমূহের মধ্যে বাংলাদেশের প্রথম কমিউিনিটি রেডিও লোকবেতার, উন্নয়ন সংগঠন সংগ্রাম, ঠিকাদারী প্রতিষ্ঠান আলমামুন এন্টারপ্রইজ, কামাল এন্টারপ্রাইজ, আহনাব টেলিকম, ব্যবসায়ী প্রতিষ্ঠান হুমায়ুন ষ্টোর, নাহার টেলিকম, দুরন্ত টেলিকম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং পলিকন্সট্রাকশন ছিলো অন্যতম।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...