ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালী শহরের প্রধান সড়ক কাদাজলে বেহাল

কাউখালী শহরের প্রধান সড়ক কাদাজলে বেহাল

কাউখালী প্রতিনিধি 🔹

পিরোজপুরের কাউখালীর উপজেলা শহরের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহালদশা বিরাজ করছে। সড়কের পিচ পাথর উঠে গিয়ে কয়েকবছরে খানাখন্দ সৃষ্টি হওয়ায় মানুষের পায়ে চলাও দায়। পুরো বর্ষা মৌসুম জুড়ে সামান্য বৃষ্টিতেই সড়ক জলমগ্ন হয়ে থাকে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

ভূক্তভোগি এলাকাবাসি জানান, কাউখালী শহরের প্রধান এ সড়কে ডাকবাংলো, রেজিষ্ট্রি অফিস, প্রেস ক্লাব, ভূমি অফিস, কৃষি ব্যাংক সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ি অবস্থিত। সড়কটি নিত্যদিনের ব্যস্ততম সড়ক। প্রায় ১হাজার মিটার এ জনগুরুত্বপূর্ণ সড়কটি বেহাল দশা বিরাজ করছে। এ সড়কে স্কুল, কলেজ, মাদ্রাসা ও অফিসগামী লোকজন ও ছোট বড় যানবাহন চলাচল করে। রাস্তাটির অবস্থা এতটাই করুন যে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এছাড়া ছোট বড় খানা খন্দকের সৃষ্টি হয়ে কাদা মাটি বেড় হয়ে গেছে শুকনো মৌসুমেও রাস্তা দিয়া যানবাহন চলাচল করতে বেগ পেতে হয়। বিকল্প সড়ক না থাকায় কাদা জলে জনসাধারণ চলাচল করতে বাধ্য হন।

সংশ্লিষ্ট সড়কের কম্পিউটার ব্যবসায়ি পান্নু এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী পান্নু জমাদ্দার জানান, সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যাতায়াত করা দুরহ ব্যাপার ভিজে গিযে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হয়। রাস্তাটি ২০০৭ সনে সংস্কারের পর থেকে আজ পর্যন্ত কোন সংস্কার কিংবা নির্মানের কাজ করা হয়নি। তিনি আরও জানান দুই দিনের সাপ্তাহিক হাটে এ সড়ক দিয়ে হাটুরে লোকজন চরম দুর্ভোগে চলাচল করছে।

এ ব্যাপাওে কাউখালী উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর বেহাল সড়কে জনদুর্ভোগের সত্যতা স্বীকার করে বলেন, এক বছর পূর্বে রাস্তাটি সংস্কারে কার্যাদেশ হলেও সংশ্লিষ্ট ঠিকাদার কাজ করছেন না। এ নিয়ে সড়ক ও জনপদের উর্দ্ধতন কর্তপক্ষকে বার বার অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...