ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে রেল লাইন সংযোগ ও লাইটারেজ পোর্ট নির্মাণের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে রেল লাইন সংযোগ ও লাইটারেজ পোর্ট নির্মাণের দাবীতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>

পদ্মা ব্রীজের সাথের রেল লাইন সংম্প্রসারন করে পিরোজপুর জেলায় রেল লাইন সংযোগ ও জেলার পাড়েরহাট বন্দরে লাইটারেজ পোর্ট নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ ওমর ফারুক সড়কে পিরোজপুর উন্নয়ন আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর উন্নয়ন আন্দোলনের আহবায়ক অবসরপ্রাপ্ত মেজর মুস্তফা আজিজ, পিরোজপুর উন্নয়ন আন্দোলনের সদস্য আক্তারুজ্জামান চান্নু, মুক্তিযোদ্ধা মাহবুবুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের জেলা গুলোর মধ্যে পিরোজপুর অন্যতম পুরাতন একটি জেলা। কিন্তু এ জেলা উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া জেলার মধ্য একটি। তাই এ জেলার সার্বিক উন্নয়নের জন্য পদ্মা ব্রীজের সাথে যে রেল সংযোগ করা হয়েছে তা সম্প্রসারিত করে পিরোজপুর জেলায় রেল সংযোগ দিতে হবে। এছাড়া দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মৎস্য বন্দর পাড়েরহাটে একটি লাইটারেজ পোর্ট নির্মান করতে হবে। তা হলেই বাংলাদেশের পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চল আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...