ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া পৌর ভবন চত্বরে মাছ বিক্রেতাদের অভিনব প্রতিবাদ

মঠবাড়িয়া পৌর ভবন চত্বরে মাছ বিক্রেতাদের অভিনব প্রতিবাদ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাছ বিক্রেতাদের হয়রাণি,অতিরিক্ত খাজনা আদায়সহ মাছ বিক্রেতাদের সাথে দুর্ব্যবহাওে ক্ষুব্দ মাছ বিক্রেতারা অভিনব প্রতিবাদ জানিয়েছেন। ভূক্তভোগি মাছ বিক্রেতারা প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার পৌরসভা ভবনের সম্মূখ চত্বর ও সম্মূখ সড়কের ফুটপাত দখল করে মাছ বাজার বসিয়ে হয়রাণির এ অভিনব প্রতিবাদ জানায়।

জানাগেছে, সম্প্রতি মাছের বাজারে অতিরিক্ত খাজনা নিয়ে আদায়কারীদের সাথে মাছ বিক্রেতাদের মতবিরোধ সৃষ্টি হয়। এতে অতিষ্ট মাছ বিক্রেতারা সংঘবদ্ধ হয়ে পৌর প্রশাসনের কাছে প্রতিকার দাবি করেন। কিন্তু মাছ বিত্রেতাদের ওপর হয়রাণি বন্ধ না হওয়া ভূক্তভোগি মাছ বিক্রেতারা সম্মিলিতভাবে পৌরসভা ভবনের সম্মূখ চত্বরে মাছের বাজার বসায়। বিষয়টি শহরবাসির কাছে চাঞ্চল্যের সৃষ্টি করে। হাটুওে মানুষজন নিয়মিত মাছের বাজার নয় পৌরসভা ভবনের সম্মূখ চত্বরে মাছ কিনতে ভীর করেন। শহরের অনেক উৎসুক জনতারও ভীর জমে সেথানে। এতে পৌরভবনের আশপাশ ও সম্মূখ সড়কের ফুটপাতের পরিবেশ দুষিত হয়ে ওঠে। এতে নগরবাসিদেও নির্বিঘœ চলাচলে সমস্যার সৃষ্টি হয়।
মাছ বিক্রেতারা অভিযোগ করেন, মাছের বাজারে খাজনা আদায়কারীরা মাছ বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছে। এসময় খাজনা আদায়কারীরা মাছ বিক্রেতাদের সাথে দুব্যর্বহারসহ না হয়রাণির সৃষ্টি করছে।
এ প্রতিবাদ চলাকালে সেখানে তাৎক্ষণিক বক্তব্য দেন , মঠবাড়িয়া বন্দর মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফুল মিয়া, মাছ ব্যবসায়ি পিন্টু সরদার ও মোস্তফা সরদার প্রমুখ। এসময় মাছ ব্যবসায়িরা হয়রাণি ও অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবি জানান।
এ বিষয়ে মঠবাড়িয়া পৌরসভার সচিব মো. হারুন অর রশীদ মাছ বিক্রেতাদের প্রতিবাদের বিষয়টি নিশ্চিত কওে জানান, শহরের খাজনা আদায়ে সরকারী বিধিমালা রয়েছে। সে বিধি মোতাবেক খাজনা আদায় হওয়ার কথা। এক্ষেত্রে যদি অনিয়ম হয়ে থাকে তা তদন্ত করে জনস্বার্থে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য শহরের মাছ ব্যবসায়ি সমিতির সাথে সন্ধ্যায় পৌরসভা ভবনে একটি বৈঠকে বসার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...