ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মোবাইল ফোনে নকলের দায়ে ভান্ডারিয়ায় এইচএসসি পরীক্ষার্থীসহ তিন জনের কারাদন্ড

মোবাইল ফোনে নকলের দায়ে ভান্ডারিয়ায় এইচএসসি পরীক্ষার্থীসহ তিন জনের কারাদন্ড

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সেট ব্যবহার করে পরীক্ষায় নকল করার দায়ে আরিফুল ইসলাম নামে এক পরীক্ষার্থী ও মোবাইলে নকল সরবরাহের দায়ে সোহেল বেপারী ও ফয়সাল জমাদ্দার নামে ওই পরীক্ষার্থীর দুই সহযোগীকে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার এইচএসসি ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ভান্ডারিয়ার মজিদা বেগম মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও শাহীন আক্তার সুমী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল ফোনে নকলের দায়ে পরীক্ষার্থীসহ তিনজনকে এ কারাদন্ডাদেশ দেন। এতে অভিযুক্ত তিনজনকে প্রত্যেককে ছয়মাসের কারাদন্ডাদেশ দিয়ে কারাগাওে পাঠান।
দন্ডিত এইচএসসি পরীক্ষার্থী মো. আরিফুল ইসলাম পাশর্^বর্তী ঝালকাঠির রাজপুর উপজেলার গালুয়া গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। সে ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্র। এছাড়া দন্ডিত দুই সহযোগি সোহেল বেপারী ভান্ডারিয়া সদরের দুলাল বেপারীর ছেলে ও ফয়সাল জমাদ্দার ভান্ডারিয়া পৌরশহরের গফুর জমাদ্দারের ছেলে।

ভান্ডারিয়া উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার এইচএসসি ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলাকালে স্থানীয় মজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্রের ১১২ নম্বর কক্ষের পরীক্ষার্থী আরিফুল ইসলাম ( রোল নম্বর-৮১৭৭১০) পরীক্ষা কক্ষে স্মার্ট মোবাইল ফোন সেট ব্যবহার করে । ওই মোবাইল ফোনে তার নিকটজন দুই যুবক ম্যাসেজের মাধ্যমে নকলের বার্তা পাঠায়। সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে কেন্দ্র পরিদর্শক হানেনাতে আটক করে। এরপর তাকে তল্লাশী চালিয়ে মোবাইল ফোন সেট জব্দ করা হয়। পরে তার মোবাইলে নকল সরবরাহকারীর ম্যাসেজ পর্যবেক্ষণ করে কৌশলে ওই পরীক্ষার্থীর মাধ্যমে নকল সরবরাহকারী দুইজনকে পরীক্ষা কেন্দ্রের কাছে ডেকে আনা হয়। সহযোগি দুইজনকে এসময় মোবাইল ফোনসহ পুলিশ আটক করে।

পরীক্ষার্থী ও তার অপর দুই সহযোগীকে পুলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন আক্তার সূমীর ভ্রাম্যমান আদালতে হাজির করলে অভিযুক্তরা অপরাধ স্বীকার করে। পরে আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে পাঠায়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...