ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ টি কোচিং সেন্টার সিলগালা

পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ টি কোচিং সেন্টার সিলগালা

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের শহরের বিভিন্ন অলি-গলিতে গড়ে ওঠা ওঠা অবৈধ কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মোবাইল কোর্টের ভ্রাম্যমান আদালত এ সময় অভিযান চালিয়ে ১১ টি কোচিং সেন্টার বন্ধ করে সিলগালা করে দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসফিকা হোসেন।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসফিকা হোসেন জানান, নিয়ম ভহির্ভূত ভাবে জেলা শহরের বিভিন্ন স্থানে কোচিং সেন্টার গুলো গড়ে উঠেছিল। এছাড়া তারা বিদ্যালয় চলাকালিন সময়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে কোচিং সেন্টার চালাতো। তাই শহরের মধ্যরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৫টি, বসন্তপুল এলাকায় ৩টি কোচিং সেন্টার, কালিবাড়ী সড়কে ১টি, রাজারহাটে ১টি ও পশ্চিম শিকারপুর এলাকায় ১টি সহ মোট ১১ টি কোচিং সেন্টার বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসফিকা হোসেন জানান,শহরের সরকারি বালক ও বালিকা বিদ্যালয় গুলোতে শিক্ষকদের কোচিং না করানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরো জানান, অবৈধ এসব কোচিং সেন্টার বন্ধের অভিযান জেলা প্রশাসন থেকে অব্যাহত থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...