ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষয় ক্ষতি

মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষয় ক্ষতি

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘরসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা দাবি করেছেন।
আজ বুধবার সকালে পৌর শহওে কাপুড়িয়া পট্টিতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। একটি বোমবাতি কারখানা থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

স্থানীয় দমকল বাহিনী ও ব্যবসায়িদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পৌর শহরের কাপুড়িয়া পট্রির ঝন্টু মাল এর মোমবাতির কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশর্^বর্তী দোকানপাটে ছড়িয়ে পড়ে। এতে প্রবীণ ব্যবসায়ী মরহুম মতিয়ার রহমান ও মুক্তিযোদ্ধা বেলায়ে হোসেনের মালিকানাধীন ভাড়াটিয়া দোকানের নগদ অর্থ, টিভি, ফ্রীজ, ফ্যান, ডেকরেটর সামগ্রী ও ট্রেইলার্সে কারখানাসহ গুদাম ঘর আগুনে ভস্মিভূত হয়।
ক্ষতিগ্রস্ত ট্রেইলার্সের মালিক কামরুল ইসলাম অভিযোগ করেন, আগুন লাগার সাথে সাথে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দিলেও আধা কিলোমিটার দূরত্বের অফিস থেকে দমকাল বাহিনীর আসতে প্রায় এক ঘন্টা সময় লাগে। ফলে আগুন যথাসমেয়ে নিয়ন্ত্রন করা যায়নি।
ব্যবসায়ী জাকারিয়া পিন্টু অভিযোগ করেন, ফায়ার সার্ভিস কর্মীদেও বিলম্বে আসার পর পাম্পে পানি নাই অজুহাতে আগুন নিভানোর কাজে কালক্ষেপন করে।

স্থানীয় ফায়ার সার্ভিস এর মঠবাড়িয়ার স্টেশন অফিসার মো. সুমন মিয়া ফায়ার সার্ভিসের বিরুদ্ধে গাফলতির অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সময় গাড়ি তুষখালীতে মহড়ায় থাকায় ঘটনাস্থলে পৌছতে কিছুটা বিলম্ব হয়। এছাড়া অপ্রশস্ত রাস্তা, পুরানো গাড়ি এবং শহরে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রে বেগ পেতে হয়।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মতিয়ার রহমান জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসি। এব্যবপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ জানান, ফায়ার সার্ভিসের বিরুদ্ধে গাফলতির মৌখিক অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...