ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - নিম্ন মধ্য আয়ের দেশে উত্তোরণে পিরোজপুরে সপ্তাহ জুড়ে আনন্দ আয়োজন

নিম্ন মধ্য আয়ের দেশে উত্তোরণে পিরোজপুরে সপ্তাহ জুড়ে আনন্দ আয়োজন

পিরোজপুর প্রতিনিধি >>
বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হতে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তোরণ উপলক্ষে পিরোজপুরে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। সপ্তাহ ব্যাপী ঐতিহাসিক এই সাফল্য উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন গ্রহণ করেছে আনন্দ র‌্যালী,আলোচনা সভা, ফুটবল, ক্রিকেট খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গোপালকৃষ্ণ টাউনক্লাব মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী মো: তোফায়েল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহ¯্রাধিক শিক্ষার্থীরা।
আনন্দ শোভাযাত্রা শেষে শেষে গোপালকৃষ্ণ টাউনক্লাব মাঠে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী মো: তোফায়েল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। এছাড়াও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার মাত্র ৪৭ বছরের আধুনিক বাংলাদেশ বিনির্মাণের শ্রেষ্ট কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের হাত ধরে আমারা স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উত্তরণ হয়ে মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি। আমাদের দায়িত্ব হলো এই অর্জনকে ধরে রাখা। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৩০ সালে আমারা যাহাতে উন্নয়নশীল দেশে উন্নিত হতে পারি এখন থেকে আমাদের সেই লক্ষে কাজ করে যেতে হবে। সর্ব ক্ষেত্র এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সপ্তাহ ব্যাপী ঐতিহাসিক এই সাফল্য উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসুচির মধ্যে , আলোচনা সভা, ফুটবল, ক্রিকেট খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...