ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জাতীয় সংসদ নির্বাচনে নারী আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে পিরোজপুরে মানববন্ধন

জাতীয় সংসদ নির্বাচনে নারী আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>

জাতীয় সংসদ নির্বাচনে নারী আসনে সরাসরি নির্বাচন ও আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে নারীর রাজনৈতিক ক্ষমতায়ণ সপ্তাহ পালন উপলক্ষে পিরোজপুর জেলা মহিলা পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হেপীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুরের সনাক সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদে নারীদের জন্য সরসারি নির্বাচন ও নারীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি সহ নারীর রাজনৈতিক ক্ষমতায়ণ বাস্তবায়নে সরকারের কাছে দাবী জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...