ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় এরশাদের জনসভায় মিথ্যাচারের অভিযোগ এনে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় এরশাদের জনসভায় মিথ্যাচারের অভিযোগ এনে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার বিকেলে শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে জাতীয় পার্টির এরশাদের জনসভায় নেতৃবৃন্দের বক্তব্যে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন স্থানীয় আওয়ামীলীগের নেতারা। ওই সমাবেশে আওয়ামীলীগ ও সরকারের বিরুদ্ধে ঢালাও মিথ্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে আজ বুধবার সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ।
মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সাংসদ ডা. ফরাজী বার বার দল বদলকরায় স্থানীয় জনগণ তাকে প্রত্যাক্ষান করেছে। তার ডিগবাজির কারণে এরশাদ ও তার মহা সচিবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে লোকসমাগম ঘটেনি। তাছাড়া শহীদ নূর হোসেনের জন্মভূমি হওয়ায় এরশাদকে সহজভাবে মঠবাড়িয়ার জনগণ মেনে নেয়নি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, জন সভায় জনগণের উপস্থিতি কম হওয়ায় কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় সংসদ ডা. ফরাজী জনসভায় আসা কর্মী সমর্থকদের পথে পথে আওয়ামীলীগের বাঁধা, হুমকি ও মারধরের যে অভিযোগ এনে জনসম্মুখে বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যা আ’লীগের জন্য দুঃখ জনক।
স্থানীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যানসহ নেত্রীবৃন্দের আগমন উপলক্ষে সরকারী দল স্থানীয় আওয়ামীলীগের কাছে কোন সহযোগিতা চায়নি। এমনকি আমন্ত্রনও জানায়নি। তবুও তারা জাতীয় পার্টির চেয়ারম্যানের নিরাপত্তায় আসা উধ্বতন কর্মকর্তা, পুলিশ ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের নানা রকম সহযোগিতা করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, জেলা আ’লীগের সদস্য মোস্তফা শাহ আলাম দুলাল, পৌর আ’লীগের সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিুর রহমান আকন, জাহিদ উদ্দিন পলাশ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...