ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় কাকড়াবুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যু ঝুঁকি !

মঠবাড়িয়ায় কাকড়াবুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যু ঝুঁকি !

দেবদাস মজুমদার >>

সারা স্কুলভবন জুড়ে ফাটল। পলেস্তরা খসে ছাদ ও বিমের রড বেরিয়ে ভবনের বিপর্যস্ত দশা। যে কোন মুহূর্তে জীর্ণ স্কুল ভবন ধসে পড়ার উপক্রম। এমন মৃত্যুঝুঁকির স্কুল ভবন পরিত্যাক্ত ঘোষণা না কওে ঝুঁিকর স্কুল ভবনে ১২৫জন কোমলমতি শিক্ষার্থীর পাঠদান চলছে । বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময়ে ছাদের পলেস্তরা খসে বিভিন্ন সময় অন্তত দশজন শিক্ষার্থী আহত হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়ার ১২৯ নম্বর কাকড়াবুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে প্রতিদিন শিক্ষক ও শিক্ষার্থীদের মৃত্যুঝুঁকি নিয়ে পাঠদান চলছে। স্কুল ভবনটি মারাত্মক জ¦রাজীর্ণ হয়ে বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সংলাপ মিত্র বলে, প্রতিদিন স্কুলে এসে ক্লাস করতে ভয় লাগে। প্রায় ছাদ খসে পড়ছে। দেয়ালে ফাটল । আমাদের ভয় লাগে। আমাগো নতুন স্কুল ঘর দ্যান।
৪থ শ্রেণীর ছাত্রী হাবিবা আক্তার বলে, আমাগো স্কুল ভাঙা বেঞ্চও ভাঙা । ক্লাসে বইতে ডর লাগে। বাতাস বৃষ্টির দিনে স্কুলে আইতে খুব ডর লাগে। আমাগো নতুন স্কুল দরকার।
সরেজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার নিভৃত পল্লী ১২৯ নম্বও কাকড়াবুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩-৯৪ অর্থবছরে বিদ্যালয়টি পাকা ভবনে উন্নীত হয়। তিনটি অপরিসর শ্রেণীকক্ষ ও একটি অফিসকক্ষের এ স্কুল ভবনটি নির্মাণের চার বছরের মাথায় জ¦রাজীর্ণ অবস্থা বিরাজ করে। পুরো ভবনটির দেওয়াল জুড়ে মারাত্ম ফাল দেখা দেয়। এমন অবস্থায় সংস্কারের অভাবে ভবনের ছাদসহ দেওয়ালের পলেস্তরা খসে পড়তে থাকে। বর্তমানে ছাদ ও বিমের পলেস্তরা খসে রড বেরিয়ে গেছে। বিকল্প স্কুল ভবন না থাকায় নিরুপায় হয়ে কোমলমতি শিক্ষার্থীদেও ঝুঁকির মধ্যে রেখে নিয়মিত পাঠদান করা হচ্ছে। সম্প্রতি শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাদেও পলেস্তরা খসে ইমরান হোসেন নামে এক শিশু শিক্ষার্থীর হাত ভেঙ্গে যায়। এছাড়া বিভিন্ন সময় ছাদের পলেস্তরা খসে অন্তত আরও দশ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এমন ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যাক্ত ঘোষণা না করার ফলে বাধ্য হসে সেখানে নিয়মিত পাঠদান চলে আসছে।
অপরদিকে অতি ুরানো বেঞ্চ, চেয়ার টেবিল নড়বড়ে অবস্থা। আসবাব পত্রের চরম সংকট । শিশুদের পানীয় জলেরও কোন ব্যবস্থা নেই। সুপেয় পানির জন্য কোন টিউবওয়েল কিংবা পুকুর না থাকায় পাশর্^বর্তী খালের পানি শিশুরা পান করে। টয়লেট থাকলেও তা জ¦রাজীর্ণ অবস্থায় ব্যবহার অনুপযোগি। স্কুলের সামনে এক চিলতে খেলার মাঠ থাকলেও তা নিচু । ফলে বর্ষা মৌসুমে স্কুলের চারপাশে ২/৩ফুট পানিতে তলিয়ে থাকে।বিদ্যালয় সূত্রে জানাগেছে, স্থানীয় দুই শিক্ষানুরাগী রঘূনাথ গোমস্তা ও ফণিভূষণ গোমস্তা মিলে বিদ্যালয়ের জন্য ৯৭ শতাংশ জমি দান করেন। স্কুলের ওই জমি মাত্র ১৭ শতাংশ বিদ্যালয়ের দখলে থাকলেও বাকী ৮০ শতাশ জমি বেদখল হয়ে গেছে।

এছাড়া বিদ্যালয়ে ৫জন শিক্ষক থাকার কথা থাকলেও প্রধান শিক্ষ ও একজন সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূণ্য। ২০১৪ সালে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসওে যাওয়ার পরে অদ্যবধি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ফলে দুইজন শিক্ষককে পাঠদান ও একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে প্রশাসনিক কাজ সামলাতে হচ্ছে।

স্থানীয় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও অভিভাবক যতিন্দ্র নাথ বলেন, কোমলমতি শিশুদের এমন ঝুঁকির স্কুলে পাঠদান যথার্থ নয়। আমার নাতি মৃণালকে শ্রেণী কক্ষে দিয়ে বাইরে প্রতিদিন উৎকণ্ঠা নিয়ে বসে থাকি। কর্তৃপক্ষের নজর দেওয়া অতীব জরুরী।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুচিত্রা রানী বলেন, স্কুল ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা উচিৎ। বিকল্প শ্রেণীকক্ষ না থাকায় মৃত্যুভয় নিয়েই পাঠদান করতে হচ্ছে। শিশুরা স্কুল ভবন ধসের আতংকে স্কুলে নিয়মিত আসতে চায়না। নতুন স্কুল ভবন অত্যন্ত জরুরী।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ ম-ল স্কুল ভবন মারাত্মক ঝুঁকির কথা জানিয়ে বলেন, এই মূহূর্তেই জ¦রাজীর্ণ স্কুল ভবন পরিত্যাক্ত ঘোষণা করা উচিত। না হলে দুর্ঘটনার আশংকা রয়েছে। বিকল্প শ্রেণী কক্ষ না থাকায় আমরা শিশুদের অন্যত্র পাঠদানও করাতে পারছিনা। নতুন স্কুল ভবেনর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন নিবেদন কওে কোন প্রতিকার মিলছেনা।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইউনুস আলী হাওলদার বিদ্যালয়টি পরিত্যাক্ত ঘোষণা জরুরী স্বীকার করে বলেন, স্কুল ভবনে প্রাণ সংশয়ের আতংক নিয়ে পাঠদান চলছে। নতুন স্কুল ভবন নির্মাণ অত্যন্ত জরুরী। কয়েকদফা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। বিদ্যালয়টি পরিত্যাক্ত ঘোষণা করে বিকল্প শ্রেণী কক্ষ নির্মাাণের জন্য সম্প্রতি প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ না মেলায় শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যেই পাঠদান চলছে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...