ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতা

মঠবাড়িয়ায় শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় শুদ্ধভাবে সমবেত জাতীয় সংগীত গাওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঠবাড়িয়া কেএম লতীফ ইনিস্টিটিউশন মিলনাতায়নে দেশব্যাপী শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া ও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষে এ জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাজাহান আলী সেখ, বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া শাখার সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মো.নাছির উদ্দিন,প্রভাষক শতাব্দী রানী, প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ বিশ্বাস, আকরামুল ইসলাম,শিক্ষক গিয়াস উদ্দিন, ফেরদৌসি খানম প্রমূখ ৷
এ প্রতিযোগিতায় মাধ্যেমিক পর্যায়ে মঠবাড়িয়া কেএম লতীফ ইনিস্টিটিউশন, ও কলেজ পর্যায় মঠবাড়িয়া সরকারী কলেজ বিজয়ী হয়।
প্রসঙ্গত, এ প্রতিযোগিতার ধারাবাহিকতায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশিত হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...