ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ১ বছরে ৫ কোটি টাকা রাজস্ব আদায়

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ১ বছরে ৫ কোটি টাকা রাজস্ব আদায়

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ২০১৭ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে প্রায় ৫ কোটি টাকার রাজস্ব আয় করেছে। একই সময় ১৩ হাজার ৪২৩টি পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করে এবং ১২ হাজার ২৮৮টি পাসপোর্ট বিতরণ করেছে।
পিরোজপুর জেলার নাগরিকদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০১৪ সালের ৩ ডিসেম্বর পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কে আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু করে। ডিসেম্বর-২০১৭ পর্যন্ত এখান থেকে ৩১ হাজার ২২৮টি এমআরপি পাসপোর্ট বিতরণ করা হয়। আর এতে ১১ কোটি ৯২ লক্ষ ৪৩ হাজার ৩শ’ টাকা রাজস্ব আদায় হয়। শুরুতে এ অফিসকে ঘিরে কিছু সংখ্যক দালাল এবং পাসপোর্ট অফিস এর অসৎ কর্মচারীরা আবেদনকারী সাধারন মানুষকে জিম্মি করলেও বর্তমানে এ অফিসটি সম্পূর্ণ দালাল মুক্ত ।
জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় দুর্নীতি, দালাল ও হয়রানীমুক্ত পাসপোর্ট অফিসে জনসাধারণকে সেবা প্রদান করতে সক্ষম হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত সরকারি বালক বিদ্যালয় মাঠে ১১-১৩ জানুয়ারি অনুষ্ঠিত উন্নয়ন মেলায় শতাধিক স্টলের মধ্যে পাসপোর্ট অফিসের স্টলটি সেরা স্টলের পুরস্কারে ভূষিত হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...