ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ২০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানেরা

মঠবাড়িয়ায় ২০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানেরা

শিক্ষাঙ্গন প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা ও ভালবাসা জানাতে ২০জন অভিভাবক মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছে শিক্ষার্থী সন্তানেরা। মঙ্গলবার বিকেলে উপজেলার পাতাকাটা গ্রামের প্রকৌশলী আবদুল মালেক প্রতিষ্ঠিত হোসেন আলী মাধ্যমিক বিদ্যালয় ও দেলোয়ারা মালেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে ২০জন অভিভাবক মাকে এ সম্মাননা জানানো হয়। এসময় ২০জন শিক্ষার্থী সন্তান নিজ হাতে তাদের প্রিয় মায়ের পা ধুয়ে মুছে দেয়। এসময় অনুষ্ঠানে এক আবেগঘন আনন্দপূর্ণ পরিবেশের অবতারনা ঘটে। শেষে ২০জন মাকে বিদ্যালয়ের পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবদুল মালেক, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি
আব্দুস সালাম আজাদী, সাংবাদিক মেহেদী হাসান, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাছুম, ইউপি সদস্য আব্দুর রব, ইউপি সদস্য ইসমাইল হোসেন,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার প্রমূখ।

শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...