ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীর জোলাগাতি-তালুকদারহাট সড়কের দুই সেতুর বেহাল দশা

কাউখালীর জোলাগাতি-তালুকদারহাট সড়কের দুই সেতুর বেহাল দশা

দেবদাস মজুমদার >>

পিরোজপুরের কাউখালীর জোলাগাতি-তালুকদারহাট সড়কের দুই সেতুর বেহাল দশায় যানবাহন চলাচল ব্যহত হয়ে আসছে। সংস্কারের অভাবে ব্যস্ততম সড়কের বেহাল দুই সেতু জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ পারাপার হচ্ছে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, তালুকদার হাট ও হাওলাদার হাটের সংযোগ সেতু ও নুরুজ্জামান সম্রাটের বাড়ির সামনের লোহার স্লিপার সেতু দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়েছে। ফলে এ সড়কে যানহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। যে কোন মূহুর্তে সেতু দুটি ধসে পড়তে পারে। এ সড়কের হাওলাদার হাট সংলগ্ন পাকা সেতুটি বিধ্বস্ত অবস্থা বিরাজ করায় সেখানে বেহাল সেতুর ওপর কাঠের সাঁকো বসিয়ে এলাকাবাসি চলচল করছে। অপরদিকে এ সড়কের নূরুজ্জামান স¤্রাট বাড়ির সম্মূখ খালের ওপর লোহার স্লিপার সেতটির মাঝখান দেবে যাওয়া সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ন অবস্থা । সেতুটি পুরো লোহার কাঠামো মরিচা ধওে নষ্ট হয়ে নড়বরে দশা। এমত অবসাথায় এ দুই সেতু দিয়ে এলাকাবাসি ও স্কুল-মাদ্রাসা গামী শিক্ষার্থীরা নিত্য চলচল করছে।

জানা গেছে, কাউখালীর তালুকদার হাট ও হাওলাদার হাটের মধ্যবর্তী খালের ওপর চার বছর পূর্বে নির্মিত পাকা সেতুটির পিলার দেবে যায়। এছাড়া সেতুর একটি স্প্যান ঝুলে গিয়ে সেতুটি বিপর্যস্ত হয়ে পড়ে। নির্মানের দুই বছেরের মাথায় সেতুটির এ বেহাল দশা বিরাজ করে। সেতুর ওপর সুপারি গাছ দিয়ে আলাদা সাঁকো তৈরি করে চলাচল করতে হচ্ছে। পাশেই রয়েছে দক্ষিন পূর্ব শিয়ালকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রায় তিন শতাধিক শিশু বিদ্যালয়ে যেতে প্রতিদিন ওই সেতুর ওপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে।
অপরদিকে এ সড়কের নুরুজ্জামান সম্্রাটের বাড়ির সামনে লোহার স্লিপার সেতুটি মূল স্প্যানের বিম মরিচা ধরে ভেঙে ঝুঁলে পড়েছে। বিপন্ন সেতুর ওপর সুপারী গাছ দিয়ে বেধে কোনমতে চলাচল করছে এলাকাবাসী। ওই দুটি সেতুর ওপর দিয়ে এলাকার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ এলাকাবাসি যাতায়াত করে।
স্থানীয় যুবলীগ নেতা নুরুজ্জামান সম্রাট বলেন তার বাড়ীর সামনের লোহার পুলটির বিম ভেঙ্গে যাওয়ার পর সুপারি গাছ দিয়ে দেওয়া হয়েছে। ওই এলাকার মো. শাহ আলম জানানা প্রায় ৭/৮ বছর পূর্বে পুলটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে পুলটির যা অবস্থা বিম ভেঙ্গে গেছে। পিলারের এ্যাঙ্গেল গুলোমরিচা ধরে অকেজো হয়ে গেছে। ওপরের স্লাবগুলোর ভারসাম্য রক্ষা করার মত শক্তি পুলটি হারিয়ে ফেলেছে। যে কোন মুহুর্তে পুলটি বিধ্বস্ত হতে পারে।
শিয়ালকাঠি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ আলী, জনগুরত্বপূর্ণ এমন একটি সড়কে দুইটি সেতুর বেহাল দশা বিরাজ করলেও দেখার মত কেউ যেন নেই। ঝুঁকিপূর্ণ সেতু দুটি অপসারণ করা জরুরী।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী বিমল চন্দ্র বিশ্বাস জানান তালুকদার হাট তালুকদারহাট ও হাওলাদার হাটের সংযোগ সেতু পুনঃনির্মানের জন্য মন্ত্রনালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নুরুজ্জামান সম্রাটের বাড়ির সামনের লোহার পুলটি পুনঃ নির্মাণ করা সময় সাপেক্ষ। তবে সাময়িক মেরামতের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এ বিষয়ে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আহসান কবির বলেন, সেতু দুটি দীর্ঘদিন ধওে বেহাল অবস্থা । বেহাল সেতু অপসারণ জরুরী। সেখানে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায়ধিন রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...