ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শিক্ষা জাতীয়করণের দাবিতে মঠবাড়িয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারি সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

শিক্ষা জাতীয়করণের দাবিতে মঠবাড়িয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারি সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

শিক্ষাঙ্গন প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসরকারি ৯টি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত শিক্ষক-কর্মচারি সংগ্রাম পরিষদ অবিলম্বে শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে। আজ শনিবার নয়টি সংগঠনের শিক্ষক সংগঠনের শিক্ষক নেতারা শহরের নিউমার্কেটস্থ মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। শিক্ষক-কর্মচারি সংগ্রাম পরিষদের সমন্বয়কারী অধ্যক্ষ আলমগীর হোসেন খান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় প্রবীণ শিক্ষক নেতা মো. আব্দুল লতিফ সিকদার, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. ইকতিয়ার হোসেন পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ নয়টি বেরসরকারী শিক্ষক সংগঠনের নেতা ও শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিক্ষক নেতারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২২ জানুয়ারি থেকে লাগাতার ক্লাশ বর্জনসহ অবস্থান ধর্মঘটের ঘোষণা দেন। এছাড়া সংবাদ সম্মেলনে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবি জানিয়ে বলা হয়, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষর মত জনগুরুত্বপূর্ণ অধিকার অবহেলিত রেখে দেশ ও মানুষকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...