ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় ভুল চিকিৎসায় কৃষকের পাঁচটি মহিষের অকাল মৃত্যুর অভিযোগ

ভান্ডারিয়ায় ভুল চিকিৎসায় কৃষকের পাঁচটি মহিষের অকাল মৃত্যুর অভিযোগ

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের কৃষক আবুল হাসেম এর গবাদী পশুর খামারের ৫টি মহিষ ভুল চিকিৎসায় অকাল মৃত্যু ঘটেছে। ভুক্তভোগি কৃষকের অভিযোগ উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মরত ভেটেরেনারী কম্পাউন্ডার মো. জাকির হোসেন ওই মহিষের ভিটামিন ও কৃমি নাশক ঔষধ প্রয়োগের পর মহিষগুলো পালাক্রমে মারা যায় । এতে ওই কৃষকের প্রায় ২লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ কৃষক এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানাগেছে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের সফল কৃষক মো. আবুল হাসেম গত ২০ বছর ধরে গো- মহিষের খামার গড়ে তোলেন। ওই খামারে তিনি ৬টি মহিষ প্রতিপালন করে আসছিলেন। মহিষ ৬টির শারীরিক উন্নতির জন্য ওই কৃষক স্থানীয় প্রানি সম্পদ কার্যালয়ে শরণাপন্ন হন। ওই দপ্তরের ভেটেরেনারী কম্পাউন্ডার মোঃ জাকির হোসেন কৃষকের বাড়ীতে গিয়ে গত ২০দিন আগে ৫টি মহিষের চিকিৎসা দেন। এর পর থেকে মহিষ গুলোর শারীরিক অবনতি ঘটে। চিকিৎসার প্রাথম দিন রাতে গোয়াল ঘরে একটি মহিষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর তিনদিন পরে আরোএকটি মহিষ মারা যায়। সপ্তাহ খানেকের মধ্যে আরো দুইটি মহিষ মারা যায়। সর্বশেষ শুক্রবার দিবগত রাতে আরো একটি মহিষ গোয়ালে মারা য়ায়।

কৃষক আবুল হাসেম জানান, প্রথম মহিষটি মৃত্যুর পর তিনি চিকিৎসকে অনুরোধ করলে আর কৃষকের বাড়ীতে যায় নি। এমনকি অন্য কোন চিকিৎসক পূর্ববর্তী চিকিৎকের ব্যবস্থা না পাওয়ায় অসুস্থ মহিষ গুলোকে বিনা চিকিৎসায় মারা যায়।
কৃষক অরো জানান তার গোয়ালে যে মহিষটি চিকিৎসা দেয়া হয়নি সেই মহিষটি সুস্থ আছে। ৫টি মহিষ হারিয়ে কৃষক দিশেহারা । এতে তার ২লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এ বিষয় অভিযুক্ত চিকিৎসক উপজেলা ভেটেরেনারী কম্পাউন্ডার মো. জাকির হোসেন জানান মহিষ গুলির ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে বলেন,মহিষ গুলি পুষ্টিহীনতায় ভুগছিল। তাই ভিটামিন ইনজেকশন ও কৃমিনাশক ঔষধ দেয়া হয়।
উপজেলা ভটেরেনারী সার্জন ( অতিরিক্ত দায়িত্ব) শ্যামল চন্দ্র দাস বলেন কৃষকের ৫টি মহিষের মৃত্যুর কথা আমি শুনেছি। তবে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারন নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমি বলেন, ওই কৃষকের অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...