ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় চারদফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি শুরু

মঠবাড়িয়ায় চারদফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি শুরু

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মঠবাড়িয়া শাখার উদ্যোগে লাগাতার কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য সহকারীদের পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরণসহ চার দফা দাবিতে আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কওে কর্মবিরতি পালন শুরু করে।
এসময় সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জিন্নাহ, জেলা সহ-সভাপতি কামরুল ইসলাম, প্রচার সম্পাদক জাকারিয়া, মহিলা সম্পাদিকা আয়েশা সিদ্দিকা প্রমুখ।
বক্তরা অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নতুন বছরে সারা দেশে ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালনের ঘোষণা দেন।
উল্লেখ্য, হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের চার দফা দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্য সহকারীদের বর্তমান পদকে দ্বিতীয় শ্রেণির টেকনিক্যাল পোস্টে উন্নীত করা। এতে বর্তমান বেতন স্কেল ১৬ থেকে ১৪-তে উন্নীত করতে হবে। জনসংখ্যা অনুপাতে প্রতি ছয় হাজারে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ দিতে হবে। স্বাস্থ্য সহকারীদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকিভাতা দিতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা প্রণয়ন করার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...