ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - নিউজ পোর্টাল- নিউজম্যান

নিউজ পোর্টাল- নিউজম্যান

মাদের দেবুদা। মানে দেবদাস মজুমদার এবার পুরোপুরি সম্পাদক। আড়াল থেকে প্রকাশ্যে এসেছেন। নেপথ্যের কারিগর এবার সামনে এসে দায়িত্ব নিলেন। তিনি সম্পাদক হয়েছেন মঠবাড়িয়ার অনলআইন নিউজ পোর্টাল ‘আজকের মঠবাড়িয়া’র। একটি অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকতার একটি প্রতিষ্ঠান। আর আমাদের দেবুদাও নিজেই একটি প্রতিষ্ঠান।

দেবুদার বয়স কত? তাঁর কোনো বয়স নাই। তিনি চির তরুন। আর আজকের মঠবাড়িয়ার বয়স হল দু’বছর। একদিন দেবুদার বয়সকেও ছাড়িয়ে যাবে এই পোর্টাল। পোর্টালের বয়স বাড়লে ভালো। আরো পরিপক্ক হয়, দায়িত্বশীল হয়। একটি উপজেলা থেকে কতটি নিউজ পোর্টাল দরকার? এত অনলাইন দিয়ে কী হবে? যত পোর্টাল তত সম্পাদক। একটি উপজেলায় কতজন সম্পাদক! যদি সাতজন সম্পাদক হয় তাহলে সাংবাদিক কতজন?

সম্পাদক-এর ইংরেজি শব্দ এডিটর। আর ইংরেজিতে আরো একটি শব্দ আছে-এডিটরশিপ। যেমন স্টেটম্যান ও স্টেটম্যানশিপ। রাষ্ট্রপ্রধান আর রাষ্ট্রনায়ক যেমন এক নয়। তেমনি এডিটর ও এডিটরশিপ এক নয়। যে কেউ এডিটর হতে পারেন। কিন্তু এডিটরশিপ অর্জন করতে হয়। আর যার এডিটরশিপ আছে তিনি সব সময়ই সম্পাদক। কোনো নিউজ পোর্টাল, সংবাদপত্র বা সংবাদমাধ্যমের সম্পাদক পদে না থাকলেও তিনি সম্পাদক। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। একটি সংবাদ মাধ্যম তা হতে পারে অনলাইন নিউজ পোর্টাল, পত্রিকা বা টেলিভিশন। তা কোথা থেকে প্রকাশ বা সম্প্রচার হল সেটা কখনোই মূখ্য হতে পারেনা। ভৌগলিক অবস্থান দিয়ে গুরুত্ব নির্ধারণ হতে পারেনা। গুরুত্ব ও গ্রহণযোগ্যতা নির্ভর করে তাদের কনটেন্ট এবং যথার্থতার ওপর। তাই যদি হয় তাহলে সম্পাদক উপজেলায় থাকেন না ঢাকায়, সাংবাদিক মঠবাড়িয়ার না নিউইয়র্কের তাও বিবেচ্য নয়। বিবেচনা হল তিনি কতটা সম্পাদক। তিনি কতটা সাংবাদিক।

তথ্য প্রযুক্তির বিকাশ পুরো পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। মূদ্রিত সংবাদপত্রের সীমাবদ্ধতা কাটিয়েছে টেলিভিশন-রেডিও। সংবাদপত্র পড়তে পড়ার সক্ষমতা থাকা দরকার। কিন্তু টেলিভিশন রেডিও সেই বাধা দূর করে দেয়। যিনি চোখে দেখেন না তিনিও রেডিওতে খবর শুনতে পারেন। যার অক্ষরজ্ঞান নাই তিনিও টেলিভিশনে সব কিছু দেখতে এবং শুনতে পারেন। তারপরও স্থান এবং কালের সীমাবদ্ধতা থেকে যায়। যা দূর করে দেয় অনলাইন পোর্টাল। অনলাইন নিউজ পোর্টাল আসলে মাল্টিমিডিয়া। এখানে একসঙ্গে সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনের সমন্বয় ঘটেছে। শুধু কি তাই? আমি মনে করি আরো বেশি। কারণ এরসঙ্গে যুক্ত করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুক, টুইটার। যোগাযোগ মাধ্যমের বিকাশ প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তির গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। যখন ঘটনা তখনই প্রচার করা যাচ্ছে। ব্যক্তিই হয়ে উঠছেন ব্রডকাস্টার, নিউজ ব্রডকাস্টার। কিন্তু এখানেই প্রশ্ন আসে তথ্যের যথার্থতার। তথ্য না বলে আমি বলতে চাই কনটেন্ট। কারণ কনটেন্ট-এর মধ্যে টেক্সট, ছবি, ভিডিও, অডিও সবকিছু আছে। এই কনটেন্ট যদি যথার্থ এবং বস্তুনিষ্ঠ না হয় তাহলে ব্যক্তি ব্রডকাস্টার যেমন গ্রহণযোগ্য হতে পারেন না, তেমনি প্রতিষ্ঠানও গ্রহণযোগ্য হবেনা। আসলে ব্যক্তি বা প্রতিষ্ঠান যাই হোকনা কেন গ্রহণযোগ্যতাই বড় কথা। আর এই গ্রহণযোগ্যতা গড়ে তুলতে হয় তিলে তিলে, ধাপে ধাপে। প্রতিদিনই এরজন্য পরীক্ষা দিতে হয়। তাইতো বলি -মৃত্যুর খবর একঘন্টা পরে দিলে দোষ নাই। কিন্তু একঘন্টা আগে কাউকে মেরে ফেলবেন না প্লিজ।

সাংবাদিককতা আঞ্চলিক বা মফস্বল হতে পারেনা। সাংবাদিকতা বৈশ্বিক। কারণ মঠবাড়িয়ার কোনো একটি ঘটনার মধ্যেই হয়তো আছে সারাবিশ্বের পাঠকের আগ্রহ। যখন শুনি মঠবাড়িয়ায় ‘বীজের মেলা’ অথবা ‘ফসলের বীজের জাদুঘর’ তখন আমি নেচে উঠি। যেকোনো নিউজম্যানই আমার মত নেচে উঠবেন। কারণ এটা অনেক বড় খবর। এটা সারাবিশ্বের খবর। তাই একটি উপজেলায় সাত-আটটি নিউজ পোর্টাল সমস্যা নয়। আমি মনে করি এটা বরং সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন নিউজম্যান। প্রয়োজন এডিটরশিপ।

আশাতো করতেই পারি মঠবড়িয়ার সাংবাদিকরা হবেন নিউজম্যান। আমাদের দেবুদার মধ্যে দেখতো পাবো এডিটরশিপ। আর ‘আজকের মঠবাড়িয়া’ হবে প্রকৃত অর্থেই একটি মাল্টিমিডিয়া। আর সেরকম হলে সাতটি কেন মঠবাড়িয়ায় সাতশ’ নিউজ পোর্টালেও আমার আপত্তি নাই।

# হারুন উর রশীদ: সাংবাদিক

[email protected]

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...