ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - যাহা বাহান্ন তাহাই তেপ্পান্ন

যাহা বাহান্ন তাহাই তেপ্পান্ন

জাসেম আলম ➡️

আমাদের যখন গণতন্ত্র শিখানো হয়, তখন সবচেয়ে বড় উদাহরন খাড়া করা হয় নির্বাচন। প্রায়শই দেখা যায় জনগনের মতামত বা ভোট ছাড়া দায়িত্ব পেয়ে যান এবং তাদের নিজনেতৃত্ব চাপিয়ে দেন জনগনের উপর গুরু দায়িত্ব পাওয়া এই প্রতিনিধিরা। ফস করা পানির বোতল যথারীতি ভরে তোলেন খালের পানি দিয়ে। জনগন গোস্বা হয়ে সময়ের অপেক্ষা করে এবং আবার নতুন সময়ে প্রতিশোধ নেয় তারা নেতৃত্ব বদল করে এবং মনে মনে ভাবে বিশ্বজয় করে ফেলছে আমাদের জ্ঞানীরা আবার এটাকে গনতন্ত্র এর সংজ্ঞায় ব্যাখ্যা দেন কিন্তু দেখা যায় যেই লাউ সেই কদু। যদিও একটি কৌতুক অ্যালবামে হানিফ সংকেত বলেছিলেন – আব্রাহাম লিংকনের ডেমোক্রেসির সংজ্ঞাটি এখন হবে Government buy the people, off the people, for the people অর্থাৎ গনতন্ত্র জনগনকে ক্রয়করে,জনগনকে বাহিরে রাখে এবং জনগন থেকে দূরে থাকে। বাস্তবতায় আমাদের আর দ্বিমত পোষন করার সুযোগ নেই। কারন ৪৬ বছর পর এত ভোট, এত নেতৃত্ব তাতে গনতন্ত্র দেশের আনাচে-কানাচে, প্রতিটি ঘরে, অফিসে, রাজনৈতিক দলগুলোর ইউনিট কার্যালয়ে ভরে যাওয়ার কথা ছিল।কিন্তু গনতন্ত্র মহোদয় কোথায় গেল? রাজনীতিবিদদের উপর নির্ভর করে একটি জাতির ভাগ্য। একজন ডাক্তার ভুল করলে যেমন একজন রোগী মারা যায় ঠিক তেমনি একজন রাজনীতিবিদ ভুলকরলে একটি দেশের অপমৃত্যু ঘটে। মনে রাখতে হবে রাজনীতি মানে কোনো দলবাজী করা নয়, রাজনীতি মানে কোনো বখাটেকে যোগ্য বলা আর যোগ্য ছেলেটির কানটানা নয়।

রাজনীতি আমার কাছে নীতির রাজা, রাজনীতি একটি আদর্শ, রাজনীতি একটি শিক্ষা, রাজনৈতিক দলগুলো তার প্রতিষ্ঠান এবং রাজনীতিবিদরা তার শিক্ষক। কিন্তু আমাদের দেশের রাজনীতি এখন কোনো পরিবার, কোনো গোষ্ঠির আাবার্তের বাহিরে যেতে পারেনা।রাজনীতিতে সক্রিয় নেতৃবৃন্দ সেই গদির সনদ প্রত্যাশিত যেখানে নোংরা দলবাজির চোরাবালিতে জনগনের স্বপ্নের খোরাক অনুপস্থিত। রাজনীতি হয়ে গেছে ক্ষমতার প্রতিযোগিতা। রাষ্ট্র তাদের মাঠ, সেখানে জনগনও শুধু দর্শকের ন্যায় ভোটের টিকিটে বিনোদন উপভোগ করছে।

>>জাসেম আলম, শিক্ষানবিশ আইনজীবী ঢাকা জজকোর্ট।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...