ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মুক্তিযুদ্ধের তালিকা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম বাদ দিন- পিরোজপুর মুক্ত দিবসে পৌর মেয়র

মুক্তিযুদ্ধের তালিকা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম বাদ দিন- পিরোজপুর মুক্ত দিবসে পৌর মেয়র

পিরোজপুর প্রতিনিধি ➡️

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেছেন, মুক্তিযুদ্ধের তালিকা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম বাদ দিতে হবে। তিনি বলেন, প্রতিবছর স্বাধীনতা ও বিজয় দিবসে পৌরসভা কর্তৃক মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যখন দেখি ৭১’এ লুটেরা পাকিস্থানীদের সহায়তাকারী এখন মুক্তিযোদ্ধাদের কাতারে বসে সম্মাননা নিচ্ছেন তখন লজ্জায় মাথা হেট হয়ে আসে। ৭১’এ যাদের বয়স মাত্র আট বছর ছিল তাদের নামও মুক্তিযোদ্ধা তালিকায়। তিনি বলেন,অতি সম্প্রতি পিরোজপুর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি বেশ কিছু সংখ্যক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা ভুক্ত না করে আর্থিক সুবিধা নিয়ে মুক্তিযুদ্ধের বিতর্কিত স্বাধীনতা বিরোধীদের মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠিয়েছে। যাদের মধ্যে সরকারী স্কুল পুকুরে পাকিস্তানীদের সাতার শিখিয়েছে এমন একজনও আছে।আজ শুক্রবার পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে টাউনক্লাব স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্ত দিবস উদযাপন পরিষদের আহবায়ক এ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রেজাউল ইসলাম মন্টু, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন সাবু প্রমুখ।
এর আগে সকাল ১০টায় পিরোজপুর মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে স্বাধীনতা চত্ত্ব¡রে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাগিরথী চত্তর শহীদ স্মৃতিস্থম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে স্বাধীনতা চত্বরে শেষ হয়।
এছাড়া পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে রাতে ই’ পিরোজপুরের আয়োজনে শহরের আলোর মিছিল ও শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জলন করা হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...