ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শুদ্ধস্বরে এক থেকো

শুদ্ধস্বরে এক থেকো

এ যে ভীষণ জ্বালা; আমিও পুড়িলাম, তুমিও পুড়িলা।
তোমরাও কী পুড়ে যাও, বিগত আগুনে পুড়েছিলে?
জনতা, তোমার ধারাবাহিক সংগ্রামে আমিও আছি;
আমি আছি সকল স্বরযন্ত্রে, চলো- স্বরযন্ত্র করি,
স্বরযন্ত্র করুন; স্বরযন্ত্র লাগিয়ে দেই কানে কানে
সকল মানুষের দেহ, মন ও মগজে
সেদিন খুব সহজেই কি মুক্তি এসেছিলো প্রিন্স!
চলুন—
দেখে নেয়াই যায়
কমলার অন্তর্বাস খুলে
কি কোরে মুক্তির স্বাদ নেয়া যায়।
স্বরযন্ত্র চলুক;
যেহেতু, বুলেট ব্যতীত বিপ্লব হয় না
আর স্বরযন্ত্র তারই অংশ
বিশেষ কোরে আপনাদের মগজ গুলোকে বুলেট কোরে পাঠিয়ে দিতে পারেন মুক্তি ক্যাম্পে,
পাঠিয়ে দিতে পারেন উন্নিশ্বো একাত্তরের রনাঙ্গনে।
যেখানে একজন শেখ মুজিবের আহ্বানে মুক্তিযুদ্ধ;
সেদিন স্বরকম্পে উত্তল ঢেউ জেগেছিলো জনসমুদ্রে
ষরযন্ত্রের শক্তি— তুমি তো জানো পৃথিবী।
বাংলাদেশের হৃদয় থেকে একটা স্বরযন্ত্রের গোলাপ
বিধে যাচ্ছে মানুষের মগজে,
“চুড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত
লড়াই, সবসময়।” বিজয় কি সহজে আসে?
স্বরতন্ত্রে, স্বরমন্ত্রে গাওয়া হয় বিজয়ের গান,
সুমহান স্রষ্টা আমাদের দিশা দেখিয়ে দিয়েছেন,
তিনি স্বর দিয়েছেন, স্বরষন্ত্রের শক্তি দিয়েছেন।
চলুন— আমরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে জ্বলে উঠি।
যখনি আমরা স্বরযন্ত্রে সহমত পোষণ করতে পারবো
তখনি তুমি আমার একজন সহ-যোদ্ধা।
শোনো, পৃথিবীতে স্বর শক্তিই মুক্তি আনে, যেহেতু
তাই, শুদ্ধস্বরে এক থেকো; নিশ্চিত বিজয় আসবেই।

স্বরযন্ত্র সংক্রান্ত ॥ সাদা কাঁক(মেহেদী হাসান)

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...