ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার লোকালয়ে অজগর আটক 🔘 মাঝেরচর সংরক্ষিত বনে অবমুক্ত

মঠবাড়িয়ার লোকালয়ে অজগর আটক 🔘 মাঝেরচর সংরক্ষিত বনে অবমুক্ত

দেবদাস মজুমদার▶️

পিরোজপুরের মঠবাড়িয়ায় লম্বা একটি অজগর সাপ গ্রামবাসির হাতে আটক হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সাপলেজা ইুউনিয়ন বাজারের বাদুরতলী সড়কের মো. আব্বাস মিয়া নামে এক পোলট্রি ব্যবসায়ির মুরগীর খামারের পাশ থেকে অজগরটি আটক করে গ্রামবাসি। নয় ফুট লম্বা অজগরটির ওজন সাড়ে সাত কেজি।
বাদুরতলী গ্রামের পোলট্রি খামার মালিক মো. আব্বাস মিয়া জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অজগরটি খামারে মুরগী শিকারের চেষ্টা চালাচ্ছিল। এসময় তিনি অজগরটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন । পরে স্থানীয় সংঘবব্ধভাবে এক ঘন্টার চেষ্টা চালিয়ে জালে নয় ফুট লম্বা অজগরটি আটক করেন। আটকের পর অজগরটি বস্তায় ভরে মোশারেফ হোসেন নামে এক সাপুড়িয়া অজগরটি নেওয়ার চেষ্টা চালালে শাহাদাৎ হোসেন নামে স্থানীয় এক সাংবাদিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন কর্মকর্তা ঘটনাস্থলে স্থানীয় সাপলেজা ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বিপন্ন অজগরটি উদ্ধার করেন।

মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, অজগরের াবাসস্থল সুন্দরবনে। মঠবাড়িয়ার বলেশ^র নদ তীরবর্তী গ্রাম গুলোতে ইতিপূর্বে গ্রামবাসি বেশ কয়েকটি বিপন্ন অজগর আটক করেছে। যা সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, আজ মঙ্গলবার দুপরে মুরগীর খামারের পাশ থেকে আটকৃত অজগরটি উদ্ধার করে বলেশ^র নদের মাঝের চরের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অজগরের আবাসস্থল সুন্দরবনে। পরিবেশ বিপর্যয়ের কবলে পড়ে বলেশ^র নদের ¯্রােতে এরা লোকালয়ে ঢুকে বিপন্ন । প্রাণ বৈচিত্র্যে সুরক্ষায় এদের সুন্দবনের আবাসস্থলেই অবমুক্ত করতে হবে

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...