ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ঐতিহাসিক জেল হত্যা দিবসে মঠবাড়িয়া শের -ই- বাংলা পাঠাগারে পাঠচক্র অনুষ্ঠিত🕯️📖

ঐতিহাসিক জেল হত্যা দিবসে মঠবাড়িয়া শের -ই- বাংলা পাঠাগারে পাঠচক্র অনুষ্ঠিত🕯️📖

মেহেদী হাসান ▶️

ঐতিহাসিক জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে উৎসর্গ করে পিরোজপুরের মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্রের ৪৫ তম আসর অনুষ্ঠিত হয়েছে ।

পাঠাগার আন্দোলনের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবসের এই আসরে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নিয়োগ প্রাপ্ত সহকারী জজ খালিদ সাব্বির, ব্যাংক কর্মকর্তা মোস্তফা ডালিম তন্ময় ও রাজিব রতন সিং।

আলোচনায় অংশ নেন, পাঠাগার আন্দোলনের কর্মী মো. আকাশ, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মো. ফিরোজ, মো. আশিক, তমাল দেবনাথ, শুভ, ইয়াসির আরাফাত সাজ্জাদ, রবিউল ইসলাম ও মেহেদী হাসান প্রমূখ।

আলোচকরা ঐতিহাসিক জেল হত্যা দিবস বিষয়ের ওপর আলোকপাত করেন।

আজকের আসর সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন, মেহেদী হাসান(সাদা কাঁক)।

আয়োজকেরা প্রতি শুক্রবার বিকালে নিয়মিত পাঠচক্রে শিল্পী ও সাহিত্যেমনা সবাইকে সাপ্তাহিক এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...