ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সবুজ জলবায়ু তহবিলের দাবীতে পিরোজপুরে মানববন্ধন পালিত

সবুজ জলবায়ু তহবিলের দাবীতে পিরোজপুরে মানববন্ধন পালিত

পিরোজপুর প্রতিনিধি ▶️

‘অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মানববন্ধন পালন করেছে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। রবিবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে ব্যতিক্রমধর্মী এ মানববন্ধনে আগামী ৬-১৭ নভেম্বর, ২০১৭ জার্মানীর বন’এঅনুষ্ঠিতব্য কপ-২৩ সম্মেলনে অংশগ্রহণকারী উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবী জানিয়ে শতাধিক গাছসহ মানববন্ধনে অংশগ্রহন করে সর্বস্থরের মানুষ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, পিরোজপুর সমুদ্র উপকূলবর্তী হওয়ায় মারাত্মক ঝুকিপূর্ন অবস্থানে রয়েছে উল্লেখ করে জলবায়ু তহবিলের বাস্তবায়িত প্রকল্পসমূহে পিরোজপুরকে আরো বেশী গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থদের উন্নতদেশে অভিবাস করা সহ প্রতিশ্রুত অর্থের সঠিক সময়েছাড় ও স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সনাক সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, সহ সভাপতি অ্যাড. মোহাম্মদ শহিদুল্লাহখান, সনাকসদস্য অধ্যক্ষ মোঃ রুহুল আমীন, সনাকসদস্য মোঃ শাহআলম শেখ, স্বজন সদস্য খালেদা আক্তার হেনা, মোঃমহিউদ্দীন আকন্দ, বাপা সহসাধারণসম্পাদক আল নাহিয়ান মুন্না বক্তব্য রাখেন। মানববন্ধনে সনাকের সমমনা সংগঠন বাপা-পিরোজপুর, পিরোজপুর গনউন্নয়ন সমিতি, সুজন, ডাকদিয়েযাই, বাংলাদেশ মহিলাপরিষদ, সাংবাদিক,এডুকেশন ওয়েলফেয়ার অর্গানাইজেশন,সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণকরেন।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...