ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমানের সাথে মঠবাড়িয়া সিটিজেন জার্নালিস্ট সংগঠনের সদস্যদের মতবিনিমিয়

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমানের সাথে মঠবাড়িয়া সিটিজেন জার্নালিস্ট সংগঠনের সদস্যদের মতবিনিমিয়

মঠবাড়িয়া প্রতিনিধি ▶️

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমানের সাথে মঠবাড়িয়া সিটিজেন জার্নালিস্ট এর সদস্যদের সাথে আজ শুক্রবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া সিটিজেন_জার্নালিজম এর আহ্বায়ক মোস্তাফিজ বাদলের নেতৃত্বে সংগঠনের ২১ সদস্যের প্রতিনিধি দল এসময় উপিস্থত ছিলেন।

এসময় উপজেলা চেয়ারম্যানকে সংগঠনের পক্ষে ফুলের তোড়া ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন উন্নয়ন, সমৃদ্ধি, সমস্যা, সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয় যে, বেতমোর সড়কে ইটের পরিবর্তে অাধাপোড়া মাটি দিয়ে রাস্তা পুনঃমেরামত হচ্ছে বিধায় বিষয়টি অবহিত করা হয়, এবং অনতিবিলম্বে উক্ত নিম্নমানের কাজ বন্ধ করে যথাযথ সিডিউল মোতাবেক কাজ করানোর জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়রকে তাগিদ দেয়ার জন্য অনুরোধ করা হয়।
মঠবাড়িয়া হাসপাতালের ডাক্তার সল্পতা ও রোগিদের সঠিক সেবা প্রদানের জন্য যথাযথ কর্তৃপক্ষ অবহিত করার জন্য অালোচনা হয়।
মাদকের আগ্রাসন থেকে মঠবাড়িয়াকে রক্ষার জন্য আরও কঠোর ব্যবস্থা গ্রহণ ও এলাকায় এলাকায় মাদকবিরোধী কমিটি করার বিষয়ে উদ্যোগ গ্রহণ।
মাদার্শি ও গুদিঘাটা ব্রিজ নির্মাণ না করায় মানুষের যাতাযাতে দুর্ভোগ তুলে ধরা হয়। মঠবাড়িয়ায় বিভিন্ন পয়েন্টে ভুয়া ডাক্তার কর্তৃক অপচিকিৎসা থেকে রেহাই পাওয়া বিষয়ে
বহেরাতলা থেকে থানাপাড়া সড়ক মেরামতে জরুরী ব্যবস্থা গ্রহণ।
বিভিন্ন পয়েন্টে বখাটেদের দ্বারা ছাত্রীদের ইভটিজিং প্রসঙ্গ অবহিত করা হয়।
দক্ষিণবন্দরের জলাবদ্ধতা রোধসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ না করে ফেলে রেখে বছরের পর বছর মানুষের নানা দুর্ভোগ সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে শাস্তির আওতায় এনে দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়।
সভায় মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও সিটিজেন জার্নালিজম এর বিগত ও ভবিষ্যত করণীয় বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সিটিজেন জার্নালিজম এর সকল কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি সিটিজেন জার্নালিজম সংগঠন কর্তৃক উত্থাপিত সমস্যাগুলো সমাধানে আরও সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করেন।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...