ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে শিশু শিক্ষার্থীর হাতে জাতীয় সংগীতের পান্ডুলিপি প্রদান

কাউখালীতে শিশু শিক্ষার্থীর হাতে জাতীয় সংগীতের পান্ডুলিপি প্রদান

কাউখালী প্রতিনিধি ▶️

পিরোজপুরের কাউখালীতে শিশুদের মাঝে জাতীয় সঙ্গীতের পান্ডুলিপি প্রদান করা হয়েছে। জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে শিখতে শিশুদের উৎসাহিত করতে কাউখালী তথ্য সংগ্রহশালার উদ্যোগে আজ সোমবার এ পান্ডুলিপি বিতরণ করা হয়।
কাউখালী তথ্য কেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আবদুল লতিফ খসরু শিশুদের হাতে জাতীয় সঙ্গীতের পান্ডুলিপি তুলে দেন।

কাউখালী উপজেলার ২নম্বর আমরাজুড়ী ইউনিয়নের কুমিয়ান গ্রামের কুমিয়ান ইবতেদায়ী দারুল উলুম মাদরাসার ৫০জন শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংগীতের এই পান্ডুলিপি প্রদান করা হয়। পরে শিশুরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। পাশাপাশি এসব শিশুদের কাছে মহান মুক্তিযুদ্ধে অর্জিত জাতীয় পতাকার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। যাতে করে এই প্রজন্মের শিশুরা শুদ্ধ করে জাতীয় সংগীত শিখতে পারে ও গাইতে পারে।

এ বিষয়ে উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বলেন, নুতন প্রজন্মে শিশু শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...